অ্যাপশহর

IIT Delhi Placements 2022: 1 কোটিরও বেশি বেতনের চাকরি IIT পড়ুয়ার

দিল্লি আইআইটিতে প্রথম দিনের ক্যাম্পাসিং-এর শেষে 650টির বেশি পূর্ণসময়ের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও 50 জন ছাত্রছাত্রী পেয়েছেন 1 কোটি টাকারও বেশি বেতনের চাকরি।

Produced byসোমা মজুমদার | EiSamay.Com 4 Dec 2022, 7:10 pm

হাইলাইটস

  • 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে IIT দিল্লির ক্যাম্পাসিং
  • ইতিমধ্যে 650 চাকরির প্রস্তাব পেয়েছে ছাত্রছাত্রীরা
  • 50 জন ছাত্রছাত্রী পেয়েছেন 1 কোটি টাকার বেশি বেতনের চাকরি
EiSamay.Com IIT Delhi placement
প্রতীকী ছবি
IIT Delhi Placements 2022: প্রথম দিনেই 1 কোটি টাকা বেতনের চাকরির প্রস্তাব পেল আইআইটি দিল্লি। সম্প্রতি 2022-23 শিক্ষাবর্ষের প্লেসমেন্ট শুরু হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আইআইটি দিল্লিতেও 1 ডিসেম্বর থেকে সেই প্লেসমেন্ট শুরু হয়ে গিয়েছে। আর সেখানেই প্রথম দিনের শেষে ছাত্রছাত্রীদের 1 কোটি টাকার বেশি বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রথম দিনের ক্যাম্পাসিং-এ 650টি পূর্ণ সময়ের চাকরির অফার এসেছে। যেখানে 250 টিরও বেশি প্রি-প্লেসমেন্ট অফার অর্থাৎ PPO সহ ছাত্রছাত্রীদের 550 টি অন্য ধরনের চাকরি নির্বাচনের সুযোগও ছিল।

JEE Main 2023: কবে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স? 30 নভেম্বরের মধ্যে পরীক্ষার দিন ঘোষণা
অন্যদিকে, সংশ্লিষ্ট ক্যাম্পাসিং-এ সারা বিশ্ব থেকে বিভিন্ন নামী-দামী কোম্পানির আন্তর্জাতিক চাকরির প্রস্তাব এসেছে। যার মধ্যে রয়েছে হংকং, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের আরও দেশের বড় কোম্পানিগুলিও। দিল্লি আইআইটি থেকে প্রায় 20 জন ছাত্রছাত্রী আন্তর্জাতিক মানের চাকরি পেয়েছেন বলে আইআইটি দিল্লি সূত্রে জানা গিয়েছে। আবার 50 জনের বেশি ছাত্রছাত্রী পেয়েছেন 1 কোটি টাকারও বেশি বেতনের চাকরিও। এরই মধ্যে কিছু ছাত্রছাত্রী আবার আন্তর্জাতিক অফার পেলেও দেশীয় চাকরির প্রস্তাবেই সম্মতি দিয়েছে বলে IIT দিল্লি সূত্রের খবর।

এখনও পর্যন্ত প্রায় IIT দিল্লিতে 400 টি জাতীয় এবং আর্ন্তজাতিক প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টরে 800 টির বেশি চাকরির প্রোফাইল প্রস্তাব করেছে। অনেক ছাত্রছাত্রী আবার একাধিক প্লেসমেন্টের অফারও পেয়েছে। সবমিলিয়ে গত বছরের তুলনায় 20 শতাংশ চাকরির অফার বেড়েছে বলেও সংশ্লিষ্ট IIT সূত্রের খবর।

এমবিএ পড়তে চান? দেশের সেরা 25 টি ম্যানেজমেন্ট কলেজের তালিকা জেনে নিন
প্রথম দিনেই IIT দিল্লিতে যেসব শীর্ষ স্থানীয় কোম্পানি ক্যাম্পাসিং করেছে সেগুলি হল আমেরিকান এক্সপ্রেস, বাজাজ অটো, বোস্টন কনসাল্টিং গ্রুপ, এনফেস সোলার এনার্জি, ইন্টেল, প্র্যাক্সিস গ্লোবাল অ্যালায়েন্স এবং স্ট্র্যাটেজি অ্যান্ড।

প্রসঙ্গত, এবছর নিয়োগকারীদের সুবিধা অনুযায়ী ছাত্রছাত্রীদের নিয়োগ প্রক্রিয়া ফিসিক্যাল এবং ভার্চুয়াল দুভাবেই করা হবে। সেক্ষেত্রে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত প্লেসমেন্টে চাকরি পাওয়ার সুযোগ থাকবে।
লেখকের সম্পর্কে জানুন
সোমা মজুমদার
"সোমা মজুমদার 10 বছরের বেশি সময় ধরে বাংলা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রিপোর্টার এবং সাব এডিটর দুটি পদেই নিজের ভূমিকা পালন করে এসেছেন। সঠিক তথ্যের মাধ্যমে পরিবেশিত তাঁর প্রতিবেদন পাঠকের কাছে সবসময়ই মনোগ্রাহী। প্রিন্ট মিডিয়ার হাত ধরে কাজ শুরু করেন সোমা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখায় তিনি পারদর্শী হয়ে উঠেছেন। বর্তমানে ভাইরাল,পড়াশোনা এবং চাকরি বিভাগে নিয়মিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করেন সোমা। তিনি সহজ সরল ভাষায় লেখনীতে বিশ্বাসী। পাঠকদের জন্য সমসময়ই তিনি তথ্য সম্বৃদ্ধ প্রতিবেদন তুলে ধরার দায়বদ্ধ। স্থানীয় কিংবা দেশ-বিদেশের নানান ধরনের ভাইরাল বিষয় হোক কিংবা স্কুল, কলেজ থেকে শুরু করে যে কোনও পড়াশোনা সংক্রান্ত এবং চাকরির দুনিয়ায় হরেক রকম কাজের সন্ধানের হদিশ তাঁর কাছ থেকে পাঠকেরা নিয়মিত পেয়ে থাকেন। কাজের বাইরেও সোমা পড়তে ও লিখতে পছন্দ করেন। একইসঙ্গে যে কোনও ধরনের খেলাধুলায় তাঁর খুবই আগ্রহ রয়েছে। বিভিন্ন বিষয়ে জানার প্রবল আগ্রহই তাঁর লেখনীর আসল চাবিকাঠি। নিজের অভিজ্ঞতা এবং সৃজনশীলতার মাধ্যমে তাঁর কাজকে পাঠকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছেন। "... আরও পড়ুন

পরের খবর