অ্যাপশহর

কোয়ান্টাম টেকনোলজির উপর গবেষণার সুযোগ IIT-দিল্লিতে

কোয়ান্টাম প্রযুক্তি মানুষের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। এই মুহূর্তে, IIT দিল্লিতে এই প্রযুক্তি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণার কাজ জারি রয়েছে।

EiSamay.Com 27 Sep 2021, 4:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: IIT-দিল্লির মুকুটে যোগ হল আরও একটি পালক। কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে IIT দিল্লিতে যে সকল গবেষণার কাজ চলছে সেই সব কাজকে এক ছাদের তোলায় নিয়ে আসার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল IIT দিল্লি কর্তপক্ষ।
EiSamay.Com IIT Delhi
প্রতীকী ছবি


সম্প্রতি এই কাজের জন্য IIT দিল্লিতে Centre of Excellence (CoE) on Quantum Technologies-এর প্রতিষ্ঠা করা হল। এই সেন্টারের মাধ্যমে synergy এবং coherence-এর যে সকল কাজকর্ম প্রতিষ্ঠানের মধ্যে চলছে, তাঁদের এক ছাতার তলায় আনতে সাহায্য করবে এই পদক্ষেপ।

এই ফলে প্রিন্সিপাল ইনভেস্টিগেটররা ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের কাছে আরও বেশি করে গুরুত্বপূর্ণ প্রোজেক্টগুলি IIT দিল্লিতে পাঠানোর জন্য দরবার করবেন। ফলে আয় বাড়বে এই শিক্ষা প্রতিষ্ঠানের।

শিক্ষক নিয়োগে IIT-র আস্থা 'রিক্রুটমেন্ট ড্রাইভ'
ইতিমধ্যেই, আমেরিকা, চীন, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন এই প্রযুক্তিতে ভারি বিনিয়োগ করেছে। এই পদক্ষেপ অনুসরণ করে ভারত সরকার এই কোয়ান্টাম টেকনোলজির পেছনে ইতিমধ্যেই ৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

নতুন এই সেন্টারটির প্রধান অধ্যাপক রাজেন্দ্র সিং জানিয়েছেন, “গত ১০০ বছরে কোয়ান্টাম ফিজিক্স সমাজের উপর অপ্রত্যাশিত প্রভাব ফেলেছে। আলো এবং জিনিসের উপর কোয়ান্টাম ফিজিক্স-এর প্রভাব নিয়ে গবেষণা করে ল্যেজার এবং ট্রাঞ্জিস্টর আবিষ্কার করেছে মানুষ। এই সকল আবিষ্কারের উপর ভর করেই দাড়িয়ে রয়েছে তথ্য-প্রযুক্তি। কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার আজকের সমাজের রূপ দিয়েছে। এটাই প্রথম কোয়ান্টাম বিপ্লব।” দ্বিতীয় কোয়ান্টাম বিপ্লবও দোরগোড়ায় দাড়িয়ে রয়েছে বলে দাবি করেন তিনি। ফোটন ও অ্যাটম শনাক্ত করা এবং তাঁদের নিয়ে কাজ করার যে ক্ষমতা আজ মানুষের মধ্যে রয়েছে, তা কোয়ান্টাম ফিজিক্স-এর দ্বিতীয় বিপ্লবের জন্য সম্ভব হয়েছে বলে জানান তিনি।
আর্টস ও কমার্সের পড়ুয়াদের জন্য IIT-তে ভর্তির সুযোগ, জানুন কী ভাবে
কোয়ান্টাম প্রযুক্তির কোন কোন বিষয়গুলি নিয়ে এই মুহূর্তে গবেষণা চলছে দিল্লি IIT-তে? এই প্রশ্নের উৎরে অধ্যাপক সিং জানান, যে এই মুহূর্তে কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম কমিউনিকেশন, কোয়ান্টাম সেন্সিং অ্যান্ড মেটেরোলজি এবং কোয়ান্টাম মেটেলিয়াল ও ডিভাইজ নিয়ে গবেষণা চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানে।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল