অ্যাপশহর

এবার MBA পড়াবে IGNOU, মিলল AICTE-র অনুমোদন

এবার থেকে IGNOU-তে MBA পড়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। মোট পাঁচটি বিষয়ে স্পেসালাইজেশন করার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। এই কোর্সে ভর্তি হতে গেলে দিতে হবে না কোনও প্রবেশিকা পরীক্ষা।

EiSamay.Com 18 Sep 2021, 5:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক:দেশের সব চেয়ে বড় মুক্ত বিশ্ববিদ্যালয় হল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। সারা দেশের কয়েক লাখ পড়ুয়া এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান। এবার থেকে এই বিশ্ববিদ্যালয়ে MBA পড়ারও সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। সম্প্রতি, এই কোর্সটি চালু করার জন্য All India Council for Technical Education বা AICTE-র অনুমোদন পেয়েছে এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ।
EiSamay.Com MBA in IGNOU
প্রতীকী ছবি


কর্মক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কোর্সটি চালু করতে চলছে এই বিশ্ববিদ্যালয়। IGNOU-র চালু করা MBA কোর্সে মোট পাঁচটি স্পেশালাইজেশন বিষয় পড়ানো হবে। এর মধ্যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফাইন্যানসিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট এবং সার্ভিস ম্যানেজমেন্ট-এর মতো বিষয় থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুলাই ২০২১ অ্যাডমিশন সাইকেল থেকেই এই কোর্সটি প্রদান করার হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

যে সকল পড়ুয়া স্নাতক স্তরের পরীক্ষায় ন্যূনতম 50 শতাংশ নম্বর পেয়ে পাশ করবেন, তাঁরাই এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। সংরক্ষিত প্রার্থীদের জন্য লাগে 45 শতাংশ নম্বর। সব থেকে বড় কথা, এই বিশ্ববিদ্যালয়ে MBA পড়তে গেলে পড়ুয়াদের দিতে হবে না কোনও প্রবেশিকা পরীক্ষা।

ফরেন্সিক সায়েন্সে কেরিয়ার গড়তে চান? পড়ুয়াদের জন্য প্রস্তুতির পরামর্শ
এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় যে এই কোর্সটির সিলেবাস বিশিষ্ট শিক্ষাবিদদের ও বিশেষজ্ঞদের দ্বারা তৈরি। এবং এই কোর্সে ছাত্রছাত্রীদের MBA-র সবচেয়ে লেটেস্ট বিষয়গুলি পড়ানো হবে। MBA-তে মোট ২৮টি কোর্স এবং ১১৬টি ক্রেডিট পয়েন্ট থাকবে। মোট চারটি সেমেস্টার মিলিয়ে এই কোর্সটি করানো হবে। এই কোর্সটির সময়সীমা ন্যূনতম ২ বছর এবং অধিকতম ৪ বছর।

এছাড়াও, IGNOU-র স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ ছাত্রছাত্রীদের বাঙ্কিং এবং ফাইনান্সেও MBA ডিগ্রি প্রদান করবে। এই কাজের জন্য Indian Institute of Banking Finance বা IIBF এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে এই বিশ্ববিদ্যালয়। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের ন্যূনতম তিন বছরের স্নাতক স্তরের ডিগ্রি থাকতে হবে। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে।সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে তা ৪৫ শতাংশ। এছাড়াও ছাত্রছাত্রীদের IIBF আয়োজিত CAIIB পরীক্ষায় পাশ করে থাকতে হবে প্রার্থীদের। এছাড়াও, প্রার্থীদের ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতাও থাকা আবশ্যক।
দেশে প্রতিদিন বেড়েছে দুটি কলেজ, সপ্তাহে একটি বিশ্ববিদ্যালয়
পড়ুয়ারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে IGNOU-র সরকারি ওয়েবসাইট ignou.samarth.edu.in-এ গিয়ে তাঁদের আবেদনপত্র জমা করতে পারেন।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল