অ্যাপশহর

১০০ শতাংশ পাশ, পড়ুয়াদের স্বস্তি দিতে একাদশে বাড়ল আসন সংখ্যা

Madhyamik -এ পাশ সব পড়ুয়ায়... বিপুল পাশের হারে একাদশে ভর্তির সমস্যা দূর করতে নয়া সিদ্ধান্ত সংসদের... বিজ্ঞপ্তি জারি করে আসন সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা...

EiSamay.Com 29 Jul 2021, 6:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল হওয়ায় বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে তৈরি রেজাল্টে Madhyamik পাশ ১০০ শতাংশ পড়ুয়াই। এত পরীক্ষার্থী সফল হওয়ায় একাদশে আসন পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই বিষয়টি মাথায় রেখেই একাদশে ভর্তির আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
EiSamay.Com students


বৃহস্পতিবার সংসদ নোটিস জারি করে জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে ভর্তির আসন সংখ্যা ২৭৫ থেকে ৪০০ করা হয়েছে। অর্থাৎ আসন সংখ্যা প্রায় বাড়ল ১০০ শতাংশ। মাধ্যমিক পাশ পড়ুয়াকেই একাদশে সুযোগ দিতে এই ব্যবস্থা। তবে এই নয়া বিজ্ঞপ্তিতেও আশঙ্কা শিক্ষক মহলে। তাদের মতো উপযুক্ত পরিকাঠামো ছাড়া এত পড়ুয়াকে ভর্তি নেওয়া হলে ক্লাসগুলির অবস্থা গরুর গোয়ালের মতো হবে। এত পড়ুয়াদের জন্য রাজ্যের প্রত্যেক স্কুলে একসঙ্গে এক ক্লাসে বসার জায়গা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। উল্লেখ্য,এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১০ লাখ ৭৯ হাজার ৭৪৯জন। রেজাল্ট বেরনোর পর দেখা গিয়েছে গতবারের তুলনায় এবছর অতিরিক্ত এক লাখ পড়ুয়া পাশ করেছে।

ফলাফলে অসন্তুষ্ট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি সংসদের

দিকে দিকে উচ্চমাধ্যমিক রেজাল্ট নিয়ে বিক্ষোভ। অগুন্তি অভিযোগ জমা শিক্ষা সংসদ দফতরে। হাজার হাজার অভিযোগে জেরবার সংসদ অসন্তোষ সামলাতে এবং রেজাল্টের রিভিউয়ের নিয়ম নিয়ে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। west bengal council of higher secondary education নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট তারিখ অর্থাৎ ৩০ জুলাইয়ের পর নতুন করে আর কোনও রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে না। তবে সরকারের অনুমতিক্রমেই অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

পরের খবর