অ্যাপশহর

ফলাফলে অসন্তুষ্ট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি সংসদের

নতুন করে রিভিউয়ের আবেদন নয় উচ্চমাধ্য়মিকের ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য নয়া নির্দেশিকা সংসদের... জেলায় জেলায় পরীক্ষার্থীদের বিক্ষোভের মাঝে নয়া বিজ্ঞপ্তিতে কী জানাল সংসদ দেখে নিন...

EiSamay.Com 29 Jul 2021, 9:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দিকে দিকে উচ্চমাধ্যমিক রেজাল্ট নিয়ে বিক্ষোভ। অগুন্তি অভিযোগ জমা শিক্ষা সংসদ দফতরে। হাজার হাজার অভিযোগে জেরবার সংসদ অসন্তোষ সামলাতে এবং রেজাল্টের রিভিউয়ের নিয়ম নিয়ে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল।

west bengal council of higher secondary education নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে নির্দিষ্ট তারিখের পর নতুন করে আর কোনও রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে না। তবে সরকারের অনুমতিক্রমেই অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অন্যদিকে বিজ্ঞপ্তিতে রিভিউ সংক্রান্ত একাধিক নির্দেশিকাও জারি করেছে সংসদ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী-

১) রিভিউ সংক্রান্ত আবেদন আগামী ৩০ জুলাই পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গ্রহণ করবে। ওই তারিখের পর সংসদ নতুন করে কোনও আবেদন গ্রহণ করবে না।

২) সংসদ নির্দেশে জানিয়েছে, ইতিমধ্যেই স্কুলগুলি একাদশ শ্রেণির জন্য আগে জমা দিয়েছে সেগুলো বিবেচনা করা হবে। নতুন করে কোনও আবেদন বা নম্বর বিবেচনা করা হবে না।

'স্কুলের ছাদ থেকে লাফ দেব', হুমকি ৫ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
৩) শুধুমাত্র আবেদনকারীদের মাধ্যমিক এবং একাদশ শ্রেণির যে নম্বর সংসদে ইতিমধ্যেই পাঠানো হয়েছে, সেই নম্বরের ভিত্তিতে বিভিন্ন আবেদনকারীর আবেদন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৪) যে সমস্ত অকৃতকার্য ছাত্রছাত্রীরা সংশোধিত মার্কশিট পেয়েছে বা পাবে তাদের নতুন করে কোনও আবেদন গৃহীত হবে না এ ক্ষেত্রে।

৫) রিভিউ সংক্রান্ত আবেদন গুলির বিষয়ে যে ফলাফল প্রকাশিত হবে সেই ফলাফল চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে।



এক আগে বিজ্ঞপ্তি জারি করেই সংসদের তরফে জানানো হয়েছিল, অসন্তুষ্ট পড়ুয়াদের অভিযোগ শুনতে হবে স্কুলগুলিকে। ফলপ্রকাশের পর থেকে রাজ্যে বিক্ষোভ অব্যাহত। উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবিতে দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করছে পড়ুয়ারা। কোথাও ফল নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্কুলের শিক্ষকরাও। কোথাও চলছে রাস্তা ঘেরাও তো কোথাও স্কুলের সম্পত্তি ভাঙচুর, ছাদে উঠে আত্মহত্যার হুমকি। করোনা আবহে এবার বাতিল হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিশেষ গাণিতিক পদ্ধতিতে অনুসরণ করে তৈরি হয় রেজাল্ট।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল