অ্যাপশহর

HS results: উচ্চমাধ্যমিকেও সবাই পাশ, ঘোষণা সংসদের

পরীক্ষা না হওয়া সত্ত্বেও কিভাবে ফেল, ফল নিয়ে অসন্তোষ জানিয়ে অভিযোগ করেছিলেন অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা... কোথায় ফলে অখুশি হয়ে রাস্তা অবরোধ তো কোথাও আবার আত্মহত্যার হুমকি... সমাধানে যুগান্তকারী সিদ্ধান্ত সংসদের...

EiSamay.Com 2 Aug 2021, 4:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ। HS results রেজাল্ট প্রকাশের পর থেকেই রাজ্যে দিকে দিকে পড়ুয়াদের বিক্ষোভ, ফলাফলে অসঙ্গতির অভিযোগ সামনে আসছিল। সংসদে জমা পড়ে ভুরি ভুরি রিভিউয়ের আবেদনও। এই পরিস্থিতিতে সমস্ত পরীক্ষার্থীকেই পাশ করিয়ে দেওয়ার যুগান্তকারী সিদ্ধান্ত নিল সংসদ। west bengal council of higher secondary education council সভানেত্রী মহুয়া দাস সোমবার সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান।আবেদনের ভিত্তিতে প্রায় ১৮ হাজার অকৃতকার্য পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
EiSamay.Com mahua das1


উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকে জেলায় জেলায় চলে বিক্ষোভ। নিত্যদিন খবরের শিরোনামে পড়ুয়াদের বিক্ষোভ-অসন্তোষ। রিভিউয়ের জন্য আবেদন জমা পড়ে ১৪,২০০টি। পরিস্থিতি গুরুতর হলে সংসদ সভানেত্রীর ডাক পড়ে নবান্নতেও। বিক্ষুব্ধ পরিস্থিতি সামাল দিতে সোমবার দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করেন সংসদের সভানেত্রী বলেন, 'সরকার মানবিক, তাই পরিবর্ত করোনা পরিস্থিতিতে সবাইকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত ।' একইসঙ্গে সভানেত্রী জানিয়েছেন, 'গাণিতিক মূল্যায়ন নিয়ে এত প্রশ্ন তোলা হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পাস মার্ক তো অনেক দূর অনেক পরীক্ষার্থীই এক অঙ্কের নম্বর পাইনি। তাই তখন তাদের পাশ করানো যায়নি।'

প্রসঙ্গত, সংসদনেত্রী মহুয়া দাস পড়ুয়াদের অকৃতকার্য হওয়ার বিষয়টির দায় চাপিয়েছেন স্কুলের উপর। তাঁর মতে, স্কুলগুলিকেই নির্দেশ দেওয়া হয়েছিল কাউকে যেন ফেল না করানো হয়। কিন্তু কোনও কোনও স্কুল শূন্য দিয়েছেন বলেও দাবি করেন মহুয়া দাস। তবে পরিবর্তিত পরিস্থিতিতেও পাশের হার সম্পূর্ণ ১০০ শতাংশ নয়। স্কুলের ভুলে যেসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনে ক্রুটি রয়ে গিয়েছে তাদের শেষ পর্যন্ত পাশ করানো যায়নি বলে সংসদ সূত্রে খবর।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল