অ্যাপশহর

৭ ফেব্রুয়ারি থেকে 'পাড়ায় শিক্ষালয়', ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজ্যে পড়ুয়াদের জন্য নয়া উদ্যোগ 'পাড়ায় পাড়ায় শিক্ষালয়'। কর্মসূচি ঘোষণার মাঝেই শিক্ষামন্ত্রী Bratya Basu জানালেন স্কুল খোলা নিয়ে কী ভাবছে রাজ্য সরকার...

EiSamay.Com 24 Jan 2022, 7:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্কুল খোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। পাড়ায় শিক্ষালয় কর্মসূচির সূচনায় এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্য সরকার স্কুল খোলার পক্ষে। তবে সংক্রমণ না বাড়িয়ে কিভাবে স্কুল খোলা যায় সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। স্কুল খোলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যথেষ্ট উদ্বিগ্ন বলে জানিয়েছেন ব্রাত্য বসু।

রাজ্যে দেড় বছর বাদে স্কুল খুললেও ফের কোভিডের থাবায় বন্ধ হয়ে যায় স্কুল। ফের পড়ুয়াদের একমাত্র ভরসা অনলাইন ক্লাস। বাড়িতে নেট সমস্যা থেকে শুরু করে ডিভাইস, এই সমস্ত সমস্যা যাতে পড়ুয়াদের পড়াশুনায় বাধা হয়ে না দাঁড়ায় সেই দিতে লক্ষ্য রেখে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। পড়া বুঝতে পড়ুয়াদের সাহায্য করতে এবার পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি শুরু করল সরকার। ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়।

ক্লাসরুমের বন্ধ গণ্ডিতে পড়াশুনা ছোটদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে বার বার বলে এসেছেন বিশেষজ্ঞরা। তবে জানলা খুলে রাখলে বা খোলামেলা পরিবেশে ক্লাস হলে তা সংক্রমণের আশঙ্কাকে কমাবে। সেই বিষয়টি মাথায় রেখে খোলা জায়গায় পড়ুয়াদের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত। ২ বছরেরও বেশি সময় ধরে বন্ধ প্রাথমিক শ্রেণীর পড়ুয়াদের স্কুল। উঁচু ক্লাসের পড়ুয়াদের স্কুল খুললেও প্রাথমিকের শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুলের দরজা ২০২০ সাল থেকেই বন্ধ। করোনা পরিস্থিতিতে ছোটদের জন্য এমন উদ্যোগ এই প্রথম। এর জন্য ১ লাখ ৮৪ হাজার শিক্ষক শিক্ষিকা, ২১ হাজার পার্শ্বশিক্ষককে এবং ৩৮ হাজার শিক্ষা সহায়ক ও সহায়িকা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

'কথা রাখেনি দল', এবার BJP ছাড়লেন বনি

স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক স্কুলের আশপাশে অনেকটা খোলা জায়গায় এই শিক্ষালয় চালু করা হবে। রাজ্যে ৪৯ হাজারের বেশি স্কুলে এই স্তরের পড়ুয়ার সংখ্যা ১ কোটিরও বেশি। আবার ১৭ হাজার ৯৯৬টি প্রাথমিক স্কুলে ২০২০ থেকে পঞ্চম শ্রেণি চালু হয়েছে। লেখাপড়ার পাশাপাশি সেখানে পড়ুয়াদের নাচ-গান এবং অন্যান্য কাজকর্মের ব্যবস্থা করা হবে। কোভিড-বিধি মেনে স্বাস্থ্য ও দূরত্বের নিয়ম বজায় রেখেই প্রাথমিক স্কুলের শিক্ষকদের পাশাপাশি শিশু ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক এবং পার্শ্বশিক্ষকরা পড়াবেন এই শিক্ষালয়ে। পড়ুয়াদের একাধিক দল গড়ে পাঠদানের ব্যবস্থা করা হবে।

করোনার দাপটে ২০২০-র মার্চের মাঝামাঝি থেকে স্কুল বন্ধ। ২০২১-এর ফেব্রুয়ারি ও পরে গত বছর ১৬ নভেম্বর স্কুল খুলে কেবল নবম থেকে দ্বাদশের মাসতিনেকের ক্লাস হয়েছে। এ বার প্রাক-প্রাথমিক ও প্রাথমিকেও অফলাইন ক্লাসের আশা দেখা গেল।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল