অ্যাপশহর

IIT-তে ডিজাইনিং কোর্সের আবেদন! বাড়ানো হল সময়সীমা

UCEED পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। IIT-তে ডিজাইনিং কোর্সে ভর্তি হওয়ার জন্য উত্তীর্ণ হতে হয় এই পরীক্ষায়। আগামী ২৩ জানুয়ারি ২০২২ এই পরীক্ষা নেওয়া হবে।

EiSamay.Com 8 Oct 2021, 6:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ছাত্রছাত্রীদের জন্য সুখবর। সম্প্রতি Undergraduate Common Entrance Exam for Design (UCEED) পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই পরীক্ষার আয়োজক সংস্থা Indian Institute of Technology (IIT) বম্বে। এবার, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষার জন্য আবেদন করার সুযোগ পাবেন পড়ুয়ারা।
EiSamay.Com UCEED Exam
প্রতীকী ছবি


তবে লেট ফি জমা দিয়ে আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষার আবেদন জমা দিতে পারবেন পড়ুয়ারা। যে সকল পড়ুয়ারা এখনও এই পরীক্ষার জন্য তাঁদের আবেদন জমা করেননি, তাঁরা অনলাইনের মাধ্যমে তাঁদের আবেদন জমা করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের uceed.iitb.ac.in-এ গিয়ে তাঁদের আবেদন জমা করতে হবে।

এই পরীক্ষার মোট সময়সীমা ৩ ঘণ্টা। আগামী ২৩ জানুয়ারি ২০২২ এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে ১২টার মধ্যে আয়োজিত হবে এই পরীক্ষা।

NEET 2021: ভর্তির নিয়মে করা হয়েছে কী কী বদল? জানুন
এই পরীক্ষার মাধ্যমে, দেশের বেশ কিছু IIT-তে ব্যাচেলর অফ ডিজাইন কোর্সে ছাত্র ভর্তি করা হবে। এর মধ্যে রয়েছে IIT বম্বে, IIT দিল্লি, IIT গুয়াহাটি, IIT হায়দেরাবাদ, IITDM জবল্পুর। যে সকল পড়ুয়া ইতিমধ্যেই ২০২১ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা ২০২২ সালে এই পরীক্ষায় বসবেন, তাঁরা তাঁদের আবেদন জমা করতে পারেন। সায়েন্স, কমার্স ও আর্টস, যেকোনও বিষয়ের পড়ুয়ারাই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

যে সকল পড়ুয়া এই পরীক্ষার উত্তীর্ণ হবেন, শুধুমাত্র তাঁরাই এই IITগুলির BDes কোর্সের ভর্তির জন্য আবেদন করতে পারবেন। BDes-এর সব কোর্সের জন্যই একটি মাত্র ফর্ম পূরণ করলেই চলবে।

এছাড়াও, যদি কোনও পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার থেকে নিজের নাম প্রত্যাহার করতে চান, সেক্ষেত্রে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সময় পাবেন সেই পরীক্ষার্থী। যে সকল পরীক্ষার্থী আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাঁদের নাম প্রত্যাহার করবেন, শুধুমাত্র প্রসেসিং ফি বাদ দিয়ে তাঁদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।
কবে JEE Advanced পরীক্ষার ফলাফল? কবে থেকে কাউনসেলিং? জানুন
দেশের বিভিন্ন IIT-গুলিতে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য রয়েছে JEE Advanced পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের IIT-তে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ভর্তি নেওয়া হয়। তবে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয়, বেশ কিছু IIT-তে পড়ানো হয় ডিজাইনিং কোর্স। এই কোর্সে ভর্তি হতে গেলে UCEED পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় প্রার্থীদের।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল