অ্যাপশহর

প্রকাশিত হল ICSI CSEET 2020-এর ফলাফল, অনলাইনে ফলাফল দেখবেন যেভাবে...

সিএস এক্সিকিউটিভ এনট্রান্স টেস্ট ২০২০-এর ফলাফল প্রকাশ করল ICSI। ২১ নভেম্বর এবং ২২ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার্থীরা ICSI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

EiSamay.Com 26 Nov 2020, 3:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত শনি এবং রবিবার পরীক্ষা হয়েছিল। আর আজ, বৃহস্পতিবার প্রকাশিত হল সিএস এক্সিকিউটিভ এনট্রান্স টেস্ট ২০২০-এর (CSEET 2020) ফলাফল। এদিন দুপুর ২টোর সময় পরীক্ষার আয়োজক সংস্থা ইন্সটিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া-র (ICSI) তরফে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষা আয়োজনের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে CSEET 2020-এর ফলাফল ICSI প্রকাশ করল। যে সমস্ত প্রার্থী এই বছরের CSEET-এ বসেছিলেন তাঁরা ICSI-এর অফিসিয়াল ওয়েবসাইট icsi.edu থেকে ফল জানতে পারবেন। এবার প্রত্যেক প্রার্থীর সামগ্রিক ফলাফলের পাশাপাশি বিষয় ভিত্তিক নম্বরও ইন্সটিটিউটের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
EiSamay.Com result
প্রতীকী ছবি (সৌজন্যে: পিক্সবে)


ICSI-এর তরফে জানানো হয়েছে, এবার শুধুমাত্র অনলাইনে প্রত্যেক প্রার্থীর ফলাফল প্রকাশ করা হবে। রেজাল্টের কোনও ফিজিক্যাল কপি ছাত্রছাত্রীরা হাতে পাবেন না। ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে মার্ক শিট উপলব্ধ। সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

ICSI CSEET Result 2020: রেজাল্ট যেভাবে ডাউনলোড করবেন
১) ICSI-এর অফিসিয়াল ওয়েবসাইট icsi.edu-এ যান
২) ‘Result of Company Secretary Executive Entrance Test (CSEET)’ লিংক-এ ক্লিক করুন
৩) প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগইন করুন
৪) তথ্য সাবমিটের পরে স্ক্রিনে ভেসে উঠবে প্রার্থীর সম্পূর্ণ রেজাল্ট। ডাউনলোড অপশন থেকে ICSI CSEET 2020 পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করে নিন।

আরও পড়ুন: ২০২১ সালের মাধ্যমিকের নয়া সিলেবাস প্রকাশ করল পর্ষদ, জানতে ক্লিক করুন...

কোভিড পরিস্থিতির মধ্যে গত ২১ নভেম্বর এবং ২২ নভেম্বর CSEET 2020 আয়োজন করেছিল ICSI। CSEET পাশ করতে গেলে প্রার্থীদের চারটি পত্রের মধ্যে প্রত্যেকটিতে ন্যূনতম ৪০ শতাংশ এবং গড়ে ন্যূনতম ৫০ শতাংশ স্কোর করতে হয়। এক্ষেত্রে ভুল উত্তর দিলে কোনও নেগেটিভ মার্কিং হয় না।

আরও পড়ুন: আগামী বছর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? যা জানালেন শিক্ষামন্ত্রী

কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পরে কোম্পানি আইন সংশোধন করা হয়েছে। নয়া কোম্পানি সেক্রেটারিদের দায়িত্ব ও গুরুত্ব বেড়ে গিয়েছে। নতুন কোম্পানি সেক্রেটারিদের সংশ্লিষ্ট সংস্থার মুখ্য পরিচালক হিসাবে গণ্য করার কথা বলা হয়েছে। সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডিরেক্টর, পুরো সময়ের ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসারদের সম মর্যাদা কোম্পানি সেক্রেটারিদের দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশে মহিলা কোম্পানি সেক্রেটারির সংখ্যা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে ICSI সূত্রে জানা গিয়েছে।

জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে

পরের খবর