অ্যাপশহর

মহিলাদের প্রতি BJP-র মনোভাব! CBSE-বিতর্কে আক্রমণ রাহুল-প্রিয়াঙ্কার

এই বিতর্কে পড়ুয়াদের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী ও পিয়াঙ্কা গান্ধী ভডরা। বিজেপি সরকারের দিকে আঙ্গুল তুলে সরকারের মনোভাবকে তুলোধোনা করেন কংগ্রেস নেতৃত্ব।

EiSamay.Com 13 Dec 2021, 2:59 pm
CBSE Board Controversy: CBSE বোর্ডের দশম শ্রেণির ইংরেজি বিষয়ের প্রশ্ন নিয়ে থামছেই না বিতর্ক। পরীক্ষার প্রশ্নে লিঙ্গ বৈষম্য ও অপ্রগতিশীল মনোভাব ব্যক্ত করা হয়েছে বলে তীব্র প্রতিবাদে সামিল হয়েছেন পড়ুয়া থেকে অভিভাবক ও শিক্ষক সকলেই। এবার এই বিতর্কে পড়ুয়াদের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস নেত্রী পিয়াঙ্কা গান্ধী ভডরা। এই প্রশ্ন নিয়ে বিজেপি সরকারের দিকে আঙ্গুল তুলে সরকারের মনোভাবকে তুলোধোনা করেন তিনি।
EiSamay.Com Rahul Gandhi and Priyanka Gandhi
প্রতীকী ছবি


সোমবার এই মর্মে একটি টুইট করেন কংগ্রেস নেত্রী। টুইটে সেই বিতর্কিত প্রশ্নের ছবি পোস্ট করে তিনি লেখেন, "অবিশ্বাস্য! আমরা বাচ্চাদের এই ছাইপাঁশ শেখাচ্ছি?" এরপরেই তাঁর বক্তব্য, এর থেকেই পরিস্কার, মহিলাদের নিয়ে বিজেপি এই ধরণের নিম্নমানের মনোভাব পোষণ করে,নাহলে CBSE-র কারিকুলামে কেন এইসব থাকবে?


প্রিয়াঙ্কা ছাড়াও, এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। এই ধরণের প্রশ্ন করায় বিজেপি ও RSS-কে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এই ধরণের প্রশ্ন করে দেশের যুব সমাজের মনোবল ও ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি ও RSS। এছাড়াও, এবছর CBSE বোর্ডের প্রশ্ন অন্যান্যবারের তুলনায় বেশ কঠিন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অবিলম্বে, প্রশ্নপত্র থেকে এই প্রশ্নটি সরানোর দাবি জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিষয়টি নিয়ে সংসদে সোচ্চার হন এই প্রবীণ কংগ্রেস নেত্রী।


গত ১১ ডিসেম্বর আয়োজিত হয় CBSE বোর্ডের দশম শ্রেণির ইংরেজি পেপারের পরীক্ষা। কিন্তু এই পরীক্ষার 'reading' সেকশনের একটি প্রশ্ন নিয়ে দেখা দেয় বিতর্ক। অভিযোগ, এই প্রশ্নের মাধ্যমে লিঙ্গ বৈষম্য ও পুরুষতন্ত্রের উপর জোর দিতে চাওয়া হয়েছে। এছাড়াও, উত্তরপত্রে সঠিক উত্তরে মার্ক করার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যায় পড়েন পড়ুয়ারা।

পরীক্ষার প্রশ্নে লিঙ্গ বৈষম্য বিতর্ক! কী বলছে CBSE?
বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে CBSE। তাঁদের, বক্তব্য, এই ধরণের কোনও ঘটনা ঘটলে তা নির্ধারণ করার জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে বলে আগেই জানিয়েছে বোর্ড।

এবছর, বার্ষিক পরীক্ষার বদলে দুটি টার্মে ভাগ করা হয়েছে সিবিএসই বোর্ডের পরীক্ষা। প্রতিটি টার্মে সিলেবাসের ৫০ শতাংশ থেকে প্রশ্ন করা হবে বলে আগেই জানিয়েছিল বোর্ড। সেই মতো, ৩০ নভেম্বর থেকে শুরু হয় দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার ঠিক একদিন পর, অর্থাৎ ১ ডিসেম্বর থেকে শুরু হয় দশম শ্রেণির পরীক্ষা। এছাড়াও, লিখিত প্রশ্নের বদলে টার্ম ১ পরীক্ষায় অবজেক্টিভ (MCQ) প্রশ্ন করা হচ্ছে পড়ুয়াদের।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল