অ্যাপশহর

CBSE: পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন, জানা থাকুক পরীক্ষার্থীদের

আগামী কয়েকদিনের মধ্যেই এই পরীক্ষার বিস্তারিত সময়সূচী প্রকাশ করবে CBSEএবার থেকে OMR শিটে পেন দিয়ে উত্তর মার্ক করতে পারবে পড়ুয়ারা। এবছর থেকে দুটি ভাগে হবে CBSE বোর্ডের পরীক্ষা।

EiSamay.Com 11 Oct 2021, 2:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ১৫ নভেম্বর শুরু হতে চলেছে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম 1-এর পরীক্ষা। এবছরের পরীক্ষার বেশ কিছু বদল এনেছে CBSE। এবার OMR শিটে পেন দিয়ে মার্ক করে উত্তর দেওয়ার অনুমতি প্রদান করা হল পড়ুয়াদের। যদি কোনও পরীক্ষার্থী প্রশ্নের ভুল উত্তর মার্ক করে এবং পরে এই উত্তর বদলাতে চায়, সেক্ষেত্রে অনায়াসেই সেই কাজ করতে পারবে সেই পড়ুয়া। এর জন্য OMR শিটে বাড়তি জায়গা প্রদান করবে CBSE।
EiSamay.Com changes in cbse board exam rules now students will mark answers in omr sheet with pen
CBSE: পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন, জানা থাকুক পরীক্ষার্থীদের


যদি কোনও পরীক্ষার্থী উত্তর মার্ক করার পর বুঝতে পারে যে সে ভুল উত্তর মার্ক করেছে, তাহলে সে সেই উত্তর কেটে ফেলে সঠিক উত্তরটি মার্ক করে উত্তরটি প্রদান করা বাড়তি জায়গায় লিখতে পারবে।

আগামী কয়েকদিনের মধ্যেই এই পরীক্ষার বিস্তারিত সময়সূচী প্রকাশ করবে CBSE। পরীক্ষার্থীরা বোর্ডের সরকারি ওয়েবসাইট cbse.gov.in-এ গিয়ে এই সময়সূচী দেখতে পারবেন। ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণির প্রশ্নবিচিত্রা প্রকাশ করেছে বোর্ড। এই প্রশ্নবিচিত্রাটি পরীক্ষার্থীরা CBSE-র আরেক ওয়েবসাইট cbseacademic.nic.in।

এবছর থেকে দুটি ভাগে নেওয়া হবে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেনির পরীক্ষা। প্রতিটি টার্মে সিলেবাসের ৫০ শতাংশ থেকে প্রশ্ন করা হবে পরীক্ষার্থীদের। ইতিমধ্যেই, এই বছরের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ঘোষণা করেছে বোর্ড। ইন্টারন্যাল ও এক্সটারন্যাল, দুই পরীক্ষার ভিত্তিতেই চূড়ান্ত নম্বর প্রদান করা হবে পরীক্ষার্থীদের।

বদল আনা হল বিজ্ঞান-পাঠ্যক্রমে
বোর্ডের দ্বাদশ শ্রেণির ইন্টারন্যাল অ্যাসেসমেন্টের নম্বর ইউনিট টেস্টে প্রাপ্ত নম্বরের মাধ্যমে প্রদান করা হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত অ্যাসেসমেন্ট, প্রশ্নবিচিত্রা সহ শিক্ষকদের প্রশিক্ষণও প্রদান করেছে CBSE।

স্কুলগুলিকে বোর্ডের দেওয়া সিলেবাসই ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই ভিত্তিতেই ছাত্রছাত্রীদের পরীক্ষার নম্বর প্রদান করা হবে। এছাড়াও, ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর CBSE-র পোর্টালে আপলোডও করতে হবে স্কুলগুলিকে।

করোনায় অনাথ শিশুদের জন্য PM Cares-এর সাহায্য
করোনা অতিমারীর কারণে ২০২১ সালের CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় বোর্ড। পরিবর্তে অল্টারনেট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে, প্রোজেক্ট, প্রি-বোর্ড ও স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বোর্ডের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। যে সকল পরীক্ষার্থী এই পদ্ধতিতে পাওয়া নম্বর নিয়ে সন্তুষ্ট হয়নি, তাদের জন্য আলাদা ভাবে খাতায়-কলমে লিখিত পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল