অ্যাপশহর

মাইনর বিষয়ের পরীক্ষার জন্য স্কুলগুলিকে গ্রুপে ভাগ করবে CBSE

আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে বোর্ডের মাইনর বিষয়গুলির পরীক্ষা। আর আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর থেকে যথাক্রমে শুরু হচ্ছে দ্বাদশ ও দশম শ্রেণির মেজর বিষয়গুলির পরীক্ষা।

EiSamay.Com 8 Nov 2021, 1:01 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এবছর থেকে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বেশ কিছু বদল আনা হয়েছে। বার্ষিক পরীক্ষার বদলে দুটি টার্মে নেওয়া হচ্ছে পরীক্ষা আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে বোর্ডের মাইনর বিষয়গুলির পরীক্ষা। আর আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর থেকে যথাক্রমে শুরু হচ্ছে দ্বাদশ ও দশম শ্রেণির মেজর বিষয়গুলির পরীক্ষা।
EiSamay.Com CBSE
প্রতীকী ছবি


মাইনর বিষয়ের পরীক্ষাগুলি মেজর বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার আগেই শেষ করা হবে। এবছর নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দেবে পড়ুয়ারা। যেসকল বিষয়গুলি CBSE বোর্ডের সব স্কুলেই পড়ানো হয়, সেই বিষয়গুলিকে মেজর বিষয় হিসেবে ধার্য করেছে বোর্ড। অন্যদিকে, যে সকল বিষয়গুলি খুবই স্বল্প সংখ্যক স্কুলে পড়ানো হয়, সেই সব বিষয়গুলিকে মাইনর বিষয় হিসেবে ধার্য করা হয়েছে। যেহেতু মাইনর বিষয়গুলি সব স্কুলে পড়ানো হয়না, সেই কারণে, স্কুলগুলিকে সেই হিসেবে গ্রুপে ভাগ করা হবে ও একই দিনে একাধিক মাইনর বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে।

পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতিতে যাতে কোনও রকমের খামতি না থাকে, সেই কারণে CBSE এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে মেজর বিষয়গুলির মধ্যে সেই সকল ভাষাও রয়েছে যেগুলি আবশ্যিক- ভাবে নিতে হয় একজন পড়ুয়াকে। করোনা অতিমারীর কারণে, নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করা হচ্ছে পড়ুয়াদের।

নবম ও দশমের প্র্যাক্টিক্যাল ক্লাসের বিকল্প নিয়ে হাজির CBSE
এবছরের পরীক্ষায় MCQ প্রশ্ন করা হবে পড়ুয়াদের। ডিসেম্বর মাসে শেষ হবে টার্ম ১-এর পরীক্ষা। এরপর মার্চ অথবা এপ্রিল মাসে নেওয়া হবে টার্ম ২-এর পরীক্ষা। এই পরীক্ষায় পড়ুয়াদের লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। তবে পুরোটাই নির্ভর করছে দেশের তৎকালীন করোনা পরিস্থিতির উপর। যদি পরিস্থিতি অনুকুল থেকে শুধুমাত্র তাহলেই লিখিত ভাবে নেওয়া হবে পরীক্ষা। নাহলে ফের একবার MCQ প্রশ্ন করা হবে পড়ুয়াদের।

CBSE Term 1: পরীক্ষার আগে জোর কোন কোন বিষয়ে? জানা থাক
এবছর কমানো হয়েছে পরীক্ষার সময়সীমা। তিন ঘণ্টার বদলে দেড় ঘণ্টা সময় দেওয়া হবে পড়ুয়াদের। এছাড়াও, সকাল ১০.৩০ মিনিটের পরিবর্তে সকাল ১১.৩০ মিনিটের এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার আগে ও পরে ভালো করে স্কুলগুলি স্যানিটাইজ করার কথা জানিয়েছে বোর্ড। সব রকমের Covid-19 বিধি মেনেই নেওয়া হবে এই পরীক্ষা।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল