অ্যাপশহর

CBSE Result 2022: জুলাইয়ের শুরুতেই বেরতে পারে CBSE দশম-দ্বাদশের ফল, মূল্যায়ন পদ্ধতিতে বিতর্ক

আসন্ন জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে CBSE বোর্ডেরদশম ও দ্বাদশ শ্রেণির বরদ পরীক্ষার ফলাফল। এখনও দিনক্ষণ না জানানো হলেও অতীতের ট্রেন্ড অনুযায়ী জুলাই মাসের শুরুতেই সাধারণত এই ফলাফল প্রকাশিত হয়ে থাকে, কারণ এই সময়েই সমস্ত কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়।

Produced byDebnil Saha | Lipi 31 May 2022, 1:43 pm
CBSE Result 2022: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশনের (সিবিএসই) তিরিশ লক্ষের বেশি পড়ুয়া অধীর আগ্রহে তাদের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে। বোর্ডের পরীক্ষা ইতিমধ্যেই প্রায় শেষ। দশম শ্রেণির টার্ম পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং তার মূল্যায়ন প্রক্রিয়াও চলছে। ক্লাস টুয়েলভের পরীক্ষা চলবে জুনের 15 তারিখ পর্যন্ত। এবার মূল্যায়নের একটা অভিনব পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বোর্ডের তরফে। ফাইনাল রেজাল্টে থাকবে টার্ম ওয়ান এবং টার্ম টু-র ফলাফলও।
EiSamay.Com CBSE result 2022
প্রতীকী ছবি


টার্ম ওয়ানের ফলাফল আগেই ঘোষণা হয়ে গিয়েছে। এবার সরাসরি ফাইনাল রেজাল্ট ঘোষণা করবে সিবিএসই। বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল, যে জুনের শেষ অথবা জুলাইয়ের শুরুতেই ফলাফল ঘোষণা হতে পারে। কোনও নির্দিষ্ট দিনক্ষণ না জানালেও, বোর্ড বলেছিল যে এবছর রেকর্ড সময়ে রেজাল্ট ঘোষণার চেষ্টা করা হচ্ছে। অতীতের ট্রেন্ড বলছে, যেহেতু কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়, সেজন্য দশমের আগে দ্বাদশের ফলাফল ঘোষণা করা হয়ে থাকে।

Read More: undefined

এবছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে চূড়ান্ত রেজাল্ট ঘোষণা করা হবে। প্রতিটি মানদণ্ডে কতটা করে ওয়েটেজ দেওয়া হবে, তা এখনও জানা যায়নি। আর এখানেই দানা বেঁধেছে বিতর্ক। ছাত্রছাত্রীরা দাবি তুলেছে, যে দুটি টার্মের মধ্যে যেটাতে সবথেকে বেশি স্কোর রয়েছে, তাকেই বিবেচনা করা হোক। এছাড়াও ইন্টারন্যাল অ্যাসেসমেন্টেও বেশি ওয়েটেজ দেওয়ার দাবি জোরালো হয়েছে। নিয়ম অনুযায়ী, তিনটি মানদণ্ডে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এই তিনটি মানদণ্ড হল ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট, প্রথম টার্ম পরীক্ষার ফল এবং দ্বিতীয় টার্ম পরীক্ষার ফল।

Read More: undefined

উত্তরপত্র পরীক্ষার জন্য এবার সিবিএসই তাদের মূল্যায়ন কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছে। মূল্যায়ন প্রক্রিয়ায় আরও বেশি সংখ্যক শিক্ষককে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে প্রতিদিন আরও বেশি সংখ্যায় খাতা দেখা সম্ভব হয়। স্বচ্ছতা বজায় রাখতে প্রশ্নপত্রে কালার কোড ব্যবহার করা হবে। একজনের খাতা দেখা শেষ হওয়ার পর, আরেকজন সেটা পরীক্ষা করবেন। এরফলে নাম্বার যোগ করতে ভুলত্রুটি এড়ানো নিশ্চিত করা যাবে। কোনও ভুল ধরা পড়লে তা সংশোধন করা হবে।

সিবিএসই ঘোষণা করেছে, যে কোনও পড়ুয়া প্রথম বা দ্বিতীয় টার্মের পরীক্ষা দিতে না পারলেও তার রেজাল্ট দেওয়া হবে। যদি কোনও পড়ুয়া দুটি টার্মের কোনওটিই না দিয়ে থাকে, তবে তাকে পরের বছর আবার পরীক্ষায় বসতে হবে।

Read More: undefined
লেখকের সম্পর্কে জানুন
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল