অ্যাপশহর

Burdwan University: আইনে স্নাতক হতে চান? সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়

আইন নিয়ে পড়াশোনা করতে চান? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তির প্রক্রিয়া।

Produced byসোমা মজুমদার | EiSamay.Com 19 Mar 2023, 3:14 pm

হাইলাইটস

  • বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিন বছরের অনার্সে এলএলবি পড়ানো হবে।
  • ইতিমধ্যে কোর্সটির আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।
  • আবেদনকারীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়ার বিষয়ে বিশদে জানতে পারেন।

EiSamay.Com Burdwan University
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনার সুযোগ
আপনি কী আইন নিয়ে পড়াশোনা করতে চান? তাহলে আপনার জন্য সেই সুযোগ নিয়ে এসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এলএলবি (অনার্স) কোর্সের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিন বছরের অনার্সে এলএলবি পড়ানো হবে। ইতিমধ্যে কোর্সটির আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। 2023-25 সালের জন্য এলএলবি (অনার্স) কোর্সে ভর্তির জন্য আবেদনকারীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়ার বিষয়ে বিশদে জানতে পারেন।
আইন নিয়ে পড়াশোনায় ইচ্ছুক হলে আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। কোর্সটিতে ভর্তির জন্য নির্দিষ্ট কোনও বয়সসীমা নেই। যে কোনও বয়সের ব্যক্তিই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এলএলবি (অনার্স) কোর্সে ভর্তি হতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কোনও প্রার্থী অন্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও আবেদনের সুযোগ পাবেন না। আগামী 31 মার্চ পর্যন্ত প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।

UGC Guidelines: ভবিষ্যতে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং-এ অভিন্ন প্রবেশিকায় ভর্তির সুযোগ, ইঙ্গিত ইউজিসি চেয়ারম্যানের
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মোট 60 টি আসনে এলএলবি কোর্সে ভর্তি নেওয়া হবে। যার জন্য প্রার্থীদের আবেদন ফি হিসাবে 250 টাকা জমা দিতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের যেমন এসসি, এসটি, ওবিসি বিভাগের প্রার্থীদের আবেদন ফি জমা দেওয়ার বিষয়ে ভিন্ন নিয়ম রয়েছে।


আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। এরপর 'হোমপেজে' গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে হবে। সেই বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের মাধ্যমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

Bose Institute: বিজ্ঞান নিয়ে স্নাতক হয়েছেন? বিশেষ কোর্সের সুযোগ দিচ্ছে বোস ইনস্টিটিউট
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত অন্যান্য কলেজে আইন বিষয়ে স্নাতকের পঠনপাঠন করা যাবে। সেই সব কলেজে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তুলনায় আসন সংখ্যা বেশি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানে মাত্র 60টি আসন রয়েছে, সেখানে অন্যান্য কলেজে 80 থেকে 120 টি আসন রয়েছে। প্রার্থীরা ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য এবং খুঁটিনাটি জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পারেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোর্সে ভর্তির প্রক্রিয়ায় কোনও পরিবর্তন করা হলেও সেটি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
লেখকের সম্পর্কে জানুন
সোমা মজুমদার
"সোমা মজুমদার 10 বছরের বেশি সময় ধরে বাংলা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রিপোর্টার এবং সাব এডিটর দুটি পদেই নিজের ভূমিকা পালন করে এসেছেন। সঠিক তথ্যের মাধ্যমে পরিবেশিত তাঁর প্রতিবেদন পাঠকের কাছে সবসময়ই মনোগ্রাহী। প্রিন্ট মিডিয়ার হাত ধরে কাজ শুরু করেন সোমা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখায় তিনি পারদর্শী হয়ে উঠেছেন। বর্তমানে ভাইরাল,পড়াশোনা এবং চাকরি বিভাগে নিয়মিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করেন সোমা। তিনি সহজ সরল ভাষায় লেখনীতে বিশ্বাসী। পাঠকদের জন্য সমসময়ই তিনি তথ্য সম্বৃদ্ধ প্রতিবেদন তুলে ধরার দায়বদ্ধ। স্থানীয় কিংবা দেশ-বিদেশের নানান ধরনের ভাইরাল বিষয় হোক কিংবা স্কুল, কলেজ থেকে শুরু করে যে কোনও পড়াশোনা সংক্রান্ত এবং চাকরির দুনিয়ায় হরেক রকম কাজের সন্ধানের হদিশ তাঁর কাছ থেকে পাঠকেরা নিয়মিত পেয়ে থাকেন। কাজের বাইরেও সোমা পড়তে ও লিখতে পছন্দ করেন। একইসঙ্গে যে কোনও ধরনের খেলাধুলায় তাঁর খুবই আগ্রহ রয়েছে। বিভিন্ন বিষয়ে জানার প্রবল আগ্রহই তাঁর লেখনীর আসল চাবিকাঠি। নিজের অভিজ্ঞতা এবং সৃজনশীলতার মাধ্যমে তাঁর কাজকে পাঠকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছেন। "... আরও পড়ুন

পরের খবর