অ্যাপশহর

জয়েন্টের কোচিংয়েও এবার অ্যামাজন

জয়েন্ট পরীক্ষার্থীদের (JEE Entrance Exam) জন্য কোচিংয়ের ব্যবস্থা নিয়ে এল অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)। নিজস্ব অ্যাকাডেমির মাধ্যমে প্রবেশিকার প্রশিক্ষণ দেবে অ্যামাজন।

Ei Samay 14 Jan 2021, 12:54 pm

হাইলাইটস

  • ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ছাত্রছাত্রীদের প্রস্তুতিতে সাহায্য করবে অ্যামাজন অ্যাকাডেমি।
  • উপযুক্ত লার্নিং মেটিরিয়াল দেওয়ার পাশাপাশি লাইভ লেকচার এবং অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রিতে সুসংহত অ্যাসেসমেন্টেরও ব্যবস্থা করা হয়েছে।
  • অ্যামাজন অ্যাকাডেমির বিটা সংস্করণটি ওয়েব ও গুগল প্লে স্টোরে নিখরচায় মিলবে।
EiSamay.Com JEE Entrance Exam
ফাইল ফটো
এই সময়: এবার জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিংও দেবে অ্যামাজন ইন্ডিয়া। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ছাত্রছাত্রীদের প্রস্তুতিতে সাহায্যের জন্য বুধবার অ্যামাজন অ্যাকাডেমি চালু করার কথা ঘোষণা করেছে সংস্থাটি।
সংস্থার তরফে জানানো হয়েছে, 'যে অনলাইন প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে, তাতে ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রয়োজনীয় গভীর জ্ঞান এবং অনুশীলন রুটিন পাবে। উপযুক্ত লার্নিং মেটিরিয়াল দেওয়ার পাশাপাশি লাইভ লেকচার এবং অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রিতে সুসংহত অ্যাসেসমেন্টেরও ব্যবস্থা করা হয়েছে।'

অ্যামাজন অ্যাকাডেমির বিটা সংস্করণটি ওয়েব ও গুগল প্লে স্টোরে নিখরচায় মিলবে।

এক বিবৃতিতে অ্যামাজন ইন্ডিয়া-র তরফে বলা হয়েছে, 'চালু হওয়ার পরেই অ্যামাজন অ্যাকাডেমি জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের বিশেষজ্ঞদের তৈরি করা বিশেষ মক টেস্টের সুবিধা দেওয়ার সঙ্গে ১৫ হাজারের বেশি প্রশ্ন, উত্তরের ইঙ্গিত এবং সমাধানের প্রতিটি পর্যায় বিশদে জানাবে।'

সারা ভারতের বিশেষজ্ঞ শিক্ষকরা সমস্ত লার্নিং মেটিরিয়াল ও পরীক্ষার কনটেন্ট তৈরি করেছেন। জয়েন্ট এন্ট্রান্স ছাড়াও যারা বিটস্যাট, ভিআইটিইইই, এসআরএমজেইইই ও মেইটি পরীক্ষায় বসবে, তারাও অ্যামাজন অ্যাকাডেমির কনটেন্ট থেকে উপকৃত হবে। বর্তমানে নিখরচায় কনটেন্ট মিলবে এবং আগামী কয়েক মাসও তা ফ্রি থাকবে বলে সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে।

অ্যামাজন ইন্ডিয়া, ডিরেক্টর, এডুকেশন, অমল গুরওয়ারা বলেছেন, 'অ্যামাজন অ্যাকাডেমির লক্ষ্য সকলের জন্য উচ্চমানের শিক্ষা সস্তায় পৌঁছে দেওয়া। প্রথমে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য এটা চালু করা হল। ছাত্রছাত্রীদের ঈপ্সিত লক্ষ্য পূরণ করতে সহায়তা করাটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। পাশাপাশি, কোটি কোটি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে আমরা শিক্ষক ও কনটেন্ট এডুকেটরদেরও সহায়তা করতে চাই। কনটেন্টের গুণমান, গভীর লার্নিং অ্যানালিটিক্স এবং ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা আমাদের প্রাথমিক অগ্রাধিকার। অ্যামাজন অ্যাকাডেমির মাধ্যমে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আরও ভালো ভাবে প্রস্তুতি নিয়ে তাদের লক্ষ্য পূরণ করতে সফল হবে।'

পরের খবর