অ্যাপশহর

স্নাতকে ভর্তি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত

নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গীর কথায়, 'আমাদের কলেজে সংস্কৃতে ২ জন, দর্শনে ৮ জন এবং অর্থনীতিতে ১২ জন ভর্তি হয়েছে। তিনটি বিষয়েই অনার্সে আসন সংখ্যা ২৫।'‌

Ei Samay 21 Sep 2020, 2:21 pm
এই সময়: রাজ্যের সব বিশ্ববিদ্যালয় ও অনুমোদিত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার সন্ধ্যায় বেহালায় রাজনৈতিক কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান। অনলাইন পোর্টাল ফের খুলে নতুন করে ভর্তির আবেদন নিতে পারবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। আজ এ ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরের অ্যাডভাইজরি জারি হওয়ার কথা।
EiSamay.Com partha chattopadhyay
পার্থ চট্টোপাধ্যায়


শিক্ষামন্ত্রী বলেন, 'অনেক কলেজেই ২০ থেকে ২৫ শতাংশ আসন এখনও ফাঁকা। অনেকে ভালো নম্বর পেয়েও পছন্দসই কলেজে ভর্তি হতে পারেনি। তাই ভর্তির সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত করা হল।'‌ রাজ্যে ২০টির বেশি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও পাঁচ শতাধিক কলেজে স্নাতকে ভর্তি শুরু হয়েছিল ১০ অগস্ট।

কলকাতা বিশ্ববিদ্যালয় অবশ্য ইতিমধ্যে প্রথম সেমেস্টারে ভর্তির দিনক্ষণ বাড়িয়ে ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর করেছে। ভর্তির সময় বাড়ানোর বিষয়ে সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর বলেন, 'আবেদনের অনুপাতে ভর্তিতে সাড়া মিলছিল না। সরকার ঠিক সিদ্ধান্তই নিয়েছে।' লেডি বেব্রোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকারের কথায়, 'আমাদের কলেজে বিজ্ঞানের বিষয়গুলি ছাড়াও সংস্কৃত, হিন্দি, পার্সিয়ানে অনেক আসন ফাঁকা রয়েছে।'‌‌

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ দিন স্নাতকের ফাইনাল সেমেস্টার ও চূড়ান্ত বর্ষের পরীক্ষার সময়সীমা উল্লেখ করে ফের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। বিভিন্ন স্তরে পরীক্ষার দিন অবশ্য অপরিবর্তিত। পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত। আজ, সোমবার পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধাঁচ, অপশন ইত্যাদি নিয়ে আলোচনার জন্য অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয়।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল