অ্যাপশহর

স্ট্যানফোর্ডের শীর্ষ গবেষকদের তালিকায় যাদবপুরের ২৯ অধ্যাপক

বিশ্ববিদ্যালয়ের নিরিখে যাদবপুরের পরেই রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়। এছাড়াও তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নাম।

EiSamay.Com 26 Oct 2021, 5:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা বিশ্বের শীর্ষস্থানীয় গবেষকদের একটি তালিকা প্রকাশ করা হয়। আর তাতেই বাজিমাত রাজ্যের। রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই তালিকায় স্থান পেয়েছেন। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মোট ২৯জন গবেষক জায়গা করে নিয়েছেন এই তালিকায়। যা বিশ্ববিদ্যালয়ের নিরিখে শুধু রাজ্যে নয়, গোটা দেশের মধ্যে সর্বাধিক।
EiSamay.Com Jadavpur University (1)
প্রতীকী ছবি


দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে Indian Institute of Science, Bengaluru। এই শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১৪ জন গবেষক এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিরিখে যাদবপুরের পরেই রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়। তালিকায় এই বিশ্ববিদ্যালয়গুলির গবেষকের সংখ্যা যথাক্রমে ২৪ ও ১৮ বলে জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মোট ২,০৪২ জন গবেষক এই তালিকায় স্থান পেয়ছেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও এই তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৪ জন ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

পশ্চিম মেদিনিপুরের জঙ্গলমহলে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক মধুমঙ্গল পাল ও শঙ্কর কুমার রায় এই তালিকায় জায়গা করে নিয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই আন্তর্জাতিক স্বীকৃতিতে খুবই খুশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজি প্রতিম বসু। এই স্বীকৃতিকে বিশ্ববিদ্যালয়ের গর্ব বলে আখ্যা দেন তিনি। আগামী দিনে গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় আরও ভালো ফলাফল করবে বলে আশা করেন তিনি।

গত বছর এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩০ জন অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে আপ্লুত উপাচার্য। তিনি বলেন, "আমার সহকর্মীরা এই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করায় আমি খুবই খুশি। তাঁরা শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়কেই গর্বিত করেননি, সমগ্র রাজ্যকে গর্বিত করেছেন। আমি আশা করি এই স্বীকৃতির পর UGC বিশ্ববিদ্যালয়ের 'Institution of Eminence'-এর খেতাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করবে।

স্কুল খোলার ১ মাসের মধ্যেই করোনা আক্রান্ত ৫৫৬, হিমাচলে মৃত পড়ুয়া!
IoE-র তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলিকে ৫ বছরে এক হাজার কোটি টাকা প্রদান করা হয়। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ইতিমধ্যেই ইউজিসিকে চিঠি লিখেছে রাজ্য।

কেন পিছিয়ে যাচ্ছে NEET UG পরীক্ষার ফলাফল? আদালতে সাফাই কেন্দ্রের
সুত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IoE খেতাবের জন্য ব্যয়ভার বহন করতে রাজি ছিল না রাজ্য সরকার। ফলে এই তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ের নাম সরিয়ে দেওয়া হয়। ফলে গত বছর ফের একটি স্কিম পাঠানো হয় ইউজিসির কাছে। তাতে ৬০৬ কোটি টাকার একটি প্রস্তাব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের জন্য। এর মধ্যে ৪৫৪ কোটি টাকা চাওয়া হয় কেন্দ্রের কাছে। বাকি টাকা বিশ্ববিদ্যালয় নিজে সংগ্রহ করবে বলে জানায় ইউজিসিকে।

পরের খবর

Education newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল