অ্যাপশহর

উদ্বেগজনক

বিপুল অঙ্কের ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি৷

EiSamay.Com 29 Apr 2016, 1:23 pm
বিপুল অঙ্কের ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি৷ ২০১০ সালে অগস্টা ওয়েস্টল্যান্ড নামক একটি বিদেশি কোম্পানিকে ইউপিএ সরকার রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী সহ দেশের শীর্ষ ভিভিআইপিদের ব্যবহারের জন্য ১২টি হেলিকপ্টার বিক্রির বরাত দেয়৷ পরবর্তী কালে বরাতটি নিয়ে বিতর্ক ওঠায় ইউপিএ সরকার সেটি বাতিল করে৷ সম্প্রতি ইতালির একটি আদালত ওই কোম্পানির শীর্ষস্থানীয় পদাধিকারীদের ভারতের কিছু রাজনীতিক ও আমলাকে ঘুষ দিয়ে এই বরাত সুনিশ্চিত করার অভিযোগে দোষী সাব্যস্ত করে৷ প্রশ্ন হল , ভারতে কারা এই ঘুষ নিয়েছিলেন ? অভিযোগ অত্যন্ত গুরুতর --- বিশেষ করে যখন এই বরাত দেওয়া হয়েছিল ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে৷ সেনাবাহিনীর সরঞ্জাম কেনার ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের নজরদারি থাকবে এমনটাই আশা করা যায়৷
EiSamay.Com indian helicopter bribery scandal
উদ্বেগজনক


তাছাড়া দেশের উচ্চতম পর্যায়ের ব্যক্তি , যাঁদের নিরাপত্তার সঙ্গে দেশের নিরাপত্তা সরাসরি যুক্ত, তাঁদের ব্যবহার্য হেলিকপ্টার কেনার বরাতের ক্ষেত্রে ঘুষ দেওয়া নেওয়ার প্রমাণ গভীর উদ্বেগজনক৷ ঘুষ যে প্রকৃতই দেওয়া হয়েছিল তা ইতালির আদালতে ইতিমধ্যেই প্রমাণিত৷ কাজেই কে বা কারা অর্থের বিনিময়ে এমন একটি স্পর্শকাতর ক্ষেত্রে হস্তক্ষেপ করেছিলেন অবিলম্বে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করা প্রয়োজন৷ কিন্ত্ত বিতর্কের এখানেই শেষ নয়৷ বাস্তব এটাই যে ইউপিএ সরকারের সময় কালো তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অগস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানিটিকে বর্তমান এনডিএ সরকার সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জামের জন্য ২৫ হাজার কোটি টাকার বরাত প্রাপ্তির প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়৷

হেলিকপ্টার বরাত সংক্রান্ত ঘুষকাণ্ডের তদন্ত সমান্ত হওয়ার আগে কী ভাবে তা সম্ভব হল তা নিয়েও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি৷ দুর্ভাগ্যবশত এই তদন্তগুলি আদৌ সমান্ত হবে কি না বা হলেও নিরপেক্ষ ভাবে হবে কি না , তা নিয়ে গভীর সংশয়ের অবকাশ রয়েছে৷ কারণ , দুর্ভাগ্যবশত যে কোনও বিষয়ের রাজনীতিকরণই এ দেশের পরম্পরা৷ সুষ্ঠু ভাবে এ ধরনের গুরুতর অভিযোগের তদন্ত হওয়ার আগেই অভিযোগগুলি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির অস্ত্র হয়ে ওঠে৷ স্বাভাবিক ভাবেই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দেয়৷ এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না৷ গোটা বিষয়টি নিয়ে কংগ্রেস ও বিজেপি পরস্পরকে রাজনৈতিক ভাবে কোণঠাসা করতে ব্যস্ত৷ লোকসভা নির্বাচনের প্রচারের সময় ক্ষমতায় এলে স্বচ্ছ সরকারের প্রতিশ্রীতি দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী৷ সেই প্রতিশ্রুতি মতো হেলিকপ্টার কেলেঙ্কারির দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত আশা করেন দেশবাসী৷ ৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল