অ্যাপশহর

সমাধান

গত কয়েক বছর যাবত্ নির্বিচারে বৃক্ষনিধনের ফলে ওই গোটা এলাকার প্রাকৃতিক ভারসাম্য প্রায় সম্পূর্ণ বিপর্যস্ত হতে বসেছে৷

Ei Samay 24 Jul 2017, 12:42 pm
পশ্চিম উগান্ডার বনাঞ্চলের বেশির ভাগটাই ব্যক্তিগত মালিকানাধীন জমিতে, এবং গত কয়েক বছর যাবত্ নির্বিচারে বৃক্ষনিধনের ফলে ওই গোটা এলাকার প্রাকৃতিক ভারসাম্য প্রায় সম্পূর্ণ বিপর্যস্ত হতে বসেছে৷ ওইটি বিলুপ্তপ্রায় লোহিতবর্ণ শিম্পাঞ্জিদের মরসুমি আবাস এবং ঠিকানা পাল্টানোর পথও বটে৷
EiSamay.Com tree cutting in west uganda
সমাধান


বৃক্ষনিধন রোখার ক্ষেত্রে প্রধান অন্তরায় ওখানকার মানুষদের জীবনযাপনের আদি তরিকা এবং আধুনিক বিজ্ঞান নির্ভর সমস্ত পদ্ধতির সঙ্গে পরিচয়ের অভাব৷ অতঃপর , কাঠকয়লার প্রয়োজন মেটাতে গাছ কাটা বই উপায় তাঁদের খুব একটা সহজলভ্য নয় যেহেতু, পশ্চিম উগান্ডার ঘন অরণ্যানী যে ক্রমশই মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে সেটাও অস্বীকার করার উপায় নেই মোটে৷ সমস্যাটি শুধু এই অঞ্চলেই পরিলক্ষিত এমন নয় মোটেই, যে কোনও অনুন্নত অঞ্চলেই এই উভয় সংকট৷ একদল সমাজবিজ্ঞানী এখানে জমি এবং জঙ্গলের মালিকদের সঙ্গে গাছ -না -কাটার চুক্তি নগদ মূল্যের বিনিময়ে রফা করে সাড়া ফেলে দিয়েছেন৷

এর ফলে গাছ -না -কাটার প্রবণতাটি ওই প্রকার চুক্তিবদ্ধ গ্রামের মানুষদের জীবনে লক্ষণীয় রকম বৃদ্ধি পেয়েছে৷ পরিবেশ রক্ষার্থে শেষ পর্যন্ত এটিই শ্রেষ্ঠ উপায় না হোক , অন্তত কাজ চালানোর জন্যও কিছুকাল ঠেকনা হিসেবে কাজে লাগানো যায় কিনা তা ভেবে দেখা দরকার৷ উদাহরণ হিসেবে এটি অনুসরণযোগ্য৷ আর্থিক লাভক্ষতির অতিরিক্ত কোনও উদ্দেশ্য সাধিত হয় এমন প্রকল্প গরিব এবং ‘অনুন্নত ’ মানুষের না -পসন্দ , ইতিহাস তেমন সাক্ষ্য দেয় না মোটেই৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল