অ্যাপশহর

বাস্তবসম্মত?

স্বপ্নেরও আলবাত্ শ্রেণিবিভাজন আছে৷ কারও ক্ষেত্রে তা আসে, নিয়ম মেনে, অভ্যাসবশত, আবার কারও ক্ষেত্রে, প্রধানত, আর্থিক ভাবে অনগ্রসর যাঁরা, তাঁদের কাছে স্বপ্ন আনতে হয়৷

EiSamay.Com 2 Nov 2016, 10:15 am
স্বপ্নেরও আলবাত্ শ্রেণিবিভাজন আছে৷ কারও ক্ষেত্রে তা আসে, নিয়ম মেনে, অভ্যাসবশত, আবার কারও ক্ষেত্রে, প্রধানত, আর্থিক ভাবে অনগ্রসর যাঁরা, তাঁদের কাছে স্বপ্ন আনতে হয়৷ অন্য কারও অঙ্গুলিহেলনে, সে স্বপ্ন আসে৷ বহু দিনের প্রচলন, এমন মানুষ জন, বিশেষত নির্বাচনের মাহেন্দ্রক্ষণেই, সে স্বপ্নের হদিস পান৷ অধিকাংশ রাজনৈতিক দলই, ম্যানিফেস্টা-মারফত্ সে স্বপ্ন ফেরি করেন৷ জনমোহিনী অজস্র প্রকল্প, পৃথিবী বদলে দেওয়া প্রতিশ্রুতি, এবং সবটাই কি না হয় বিনামূল্যে, না হয় ন্যূনতম দামে, পাইয়ে দেওয়ার যে সংস্কৃতি, তা-ই তো নির্বাচনী বৈতরণী পার করিয়েছে, প্রায় বলে বলে৷ আশাহীন ‘দিন আনি দিন খাই’-কে বিশেষ করে, হাতে চাঁদ এনে দেওয়ার এই প্রতিশ্রুতি, অধিকাংশ ক্ষেত্রেই, বাস্তবে পরিণত হয় না, স্রেফ চমক হয়েই থেকে যায়৷
EiSamay.Com the unrealistic promises made by political parties and leaders
বাস্তবসম্মত?


ভোটদাতারাও এমন তঞ্চকতায় অভ্যস্ত৷ এ ক্ষেত্রে, ভোটার ও রাজনীতিকের মধ্যেকার যে আসল সম্পর্ক, তা বিড়ম্বনার ও অস্বস্তির হলেও, বলতেই হয়, বেশ সোজাসাপ্টাও৷ ভাবিয়ে তোলে দেনা-পাওনার এই সম্পর্কটিই৷ নির্বাচন কমিশন জানিয়েছে, এ বার থেকে আর অবাস্তব হাতে চাঁদ দেওয়ার প্রতিশ্রুতি চলবে না, ম্যানিফেস্টোয় সে সবই রাখা যবে, যার বাস্তবসম্মত রূপায়ণ সম্ভব, ও তার একটি রূপরেখাও দিতে হবে৷ উত্তম প্রস্তাব, তবে ভাবনা জাগে, রাজনৈতিক দল সব, কেমনে ফিরে পাবে, হারানো বিশ্বাস? আদৌ তারা তা নিয়ে ভাবিত? নাকি পরিচিত, পরীক্ষিত সমীকরণকে অন্য কোনও ভাবে জিইয়ে রাখতে, তারা সযত্নে খুঁজে নেবেন কোনও ছিদ্র৷ নাকের ডগায় অন্য কোনও গাজর?

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল