অ্যাপশহর

যুদ্ধ পরিস্থিতি

কঠোর বাস্তব এটাই যে সন্ত্রাসবাদ আধুনিক যুদ্ধের সংজ্ঞাটির সম্পূর্ণ পুনর্নির্মাণ করেছে৷

EiSamay.Com 1 Jul 2016, 11:34 am
বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা অব্যহত৷ ইস্তানবুলে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা প্রায় পঞ্চাশ৷ আহত অন্তত ২৩৯ জন৷ মাত্র তিন মাস আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেল্স -এ একই রকমের হামলায় সন্ত্রাসবাদীরা ৩২ জন নিরস্ত্র ব্যক্তিকে নির্বিচারে হত্যা করেছিল৷ সে বারের মতো ইস্তানবুল হামলারও দায় নিয়েছে বিশ্বের সব থেকে বিপজ্জনক সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস৷ স্পষ্টতই সিরিয়া এবং ইরাক থেকে আইসআইএসকে উত্খাত করতে যে যুদ্ধ, সন্ত্রাসবাদী সংগঠনটি সেই যুদ্ধের সীমানাকে বিস্তৃত করে বিশ্বের যে কোনও অঞ্চলে নিরস্ত্র মানুষকে হত্যা করা এবং পরিষেবা বিপর্যস্ত করাকেও তার কৌশলগত অঙ্গ করে তুলেছে৷ কঠোর বাস্তব এটাই যে সন্ত্রাসবাদ আধুনিক যুদ্ধের সংজ্ঞাটির সম্পূর্ণ পুনর্নির্মাণ করেছে৷
EiSamay.Com terror attacked now took a modern war situation
যুদ্ধ পরিস্থিতি


বর্তমানে যুদ্ধ আর কোনও বিশেষ অঞ্চলে , বিশেষ বিশেষ বাহিনীর মধ্যে সীমিত নয়৷ সে কাল গিয়েছে , যখন এক বা একাধিক দেশ এক বা একাধিক অঞ্চলে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিন্ত থাকলেও , এমনকী ‘বিশ্বযুদ্ধ’ বলে যা পরিচিত সেই যুদ্ধেও এক বা একাধিক দেশ নিজেকে ‘নিরপেক্ষ ’ ঘোষণা করে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারতো৷ সন্ত্রাসবাদীরা সুনিশ্চিত করেছেন যাতে বিশ্বের প্রতিটি দেশ প্রতি মুহূর্তে এই যুদ্ধে লিন্ত থাকেন৷ এমনই এক যুদ্ধ যার কোনও ন্যূনতম সর্বজনস্বীকৃত নীতি -নিয়ম নেই এবং আবালবৃদ্ধবনিতা , নিরস্ত্র বা অসুস্থ , দলমতধর্মভাষা নির্বিশেষে সকলেই সেই যুদ্ধের অঙ্গ৷ প্রশ্ন হল , আন্তর্জাতিক সমাজ এই যুদ্ধের জন্য কতটা প্রস্ত্তত ? ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আল কায়েদা হামলার পর থেকে সে প্রস্ত্ততি বেশ কিছুটা অগ্রসর হয়েছে নিশ্চয়ই৷ কিন্ত্ত প্যারিস , ব্রাসেল্স বা ইস্তানবুলের হামলা প্রমাণ করে , এমনকী আইএসআইএস বা তালিবান বা লস্কর -এ -তোইবা -র মতো পরিচিত সন্ত্রাসবাদীদের পরাস্ত করার লক্ষ্যও এখনও বহু দূর৷

এ লক্ষ্যে পৌঁছতে প্রতিটি দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে যে নিশ্ছিদ্র ঐকমত্য প্রয়োজন তার গভীর অভাবের প্রতিনিয়ত সুযোগ নিচ্ছেন সন্ত্রাসবাদীরা৷ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল , এই যুদ্ধের একটি বড়ো অংশ সংঘটিত হয় মানুষের মনোজগত্ , ভাবাবেগের জগতে৷ কাজেই এ যুদ্ধে নিশ্ছিদ্র সামরিক প্রস্ত্ততি যতোটা প্রয়োজন , ডোনাল্ড ট্রাম্প বা উগ্র হিন্দুত্ববাদীদের পাল্টা বিষোার অবিলম্বে বন্ধ করে , সন্ত্রাসবাদের মোকাবিলায় স্থিতধী , বিচক্ষণ নেতৃত্ব ততটাই জরুরি৷ সন্ত্রাসবাদীদের প্রার্থিত বিভাজিত বিশ্বের পরিবর্তে একটি পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব ভিত্তিক আন্তর্জাতিক সমাজের দর্শন ছাড়া তা অসম্ভব৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল