অ্যাপশহর

সাহস

ব্রিটেনের যুবরাজ উইলিয়াম একটি সমকামী পুরুষদের পত্রিকার প্রচ্ছদ -চিত্র হিসেবে নিজের ছবি ছাপানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷

EiSamay.Com 20 Jun 2016, 11:40 am
ব্রিটেনের যুবরাজ উইলিয়াম একটি সমকামী পুরুষদের পত্রিকার প্রচ্ছদ -চিত্র হিসেবে নিজের ছবি ছাপানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ এমনটা নয় যে তাঁর কাছে তেমন আর্জি জানানো হলে তিনি অনুমতি দিয়েছেন , বরং পৃথিবী জুড়ে , এবং বিশেষ করে উন্নত পশ্চিমি দুনিয়ায় সমকামীদের ওপর আক্রমণ ক্রমশই বেড়ে চলার প্রতিবাদে ওঁর এই রাজনৈতিক সিদ্ধান্ত৷ উইলিয়ামই ব্রিটেনের রাজপরিবারের প্রথম সদস্য যাঁর ছবি সমকামী পুরুষদের পত্রিকার প্রচ্ছদে ছাপা হবে৷ ঘটনাটি সামান্য নয়৷ প্রথমত , রক্ষণশীলতার বেড়া ভেঙে তাঁর এই রক্তমাংসের দুনিয়ায় পা রাখার ঘোষণাটি সে দেশের সাংস্কৃতিক রাজনীতির ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই , উইলিয়াম নিজে কাদে র পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন সেটির তাত্পর্যও ক্রমশ নানা সংকীর্ণতার ফাঁসে দম বন্ধ হয়ে আসা পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে অসীম৷
EiSamay.Com prince william makes history with gay magazine cover
সাহস


বেশ কিছুকাল যাবত্ গোটা পৃথিবী জুড়ে প্রায় সমস্ত ধর্মীয় সংকার্ণতার লক্ষ্য যে কোনও উপায়ে মানুষের গলায় চেপে বসা ফাঁসগুলোকে আর একটু কষে বাঁধা৷ সে প্রচেষ্টায় ধর্ম এবং পরিবারতন্ত্রের মূল সূত্রগুলিকে মিলিয়ে মানুষের যৌনতার অভ্যাস এবং প্রবণতাগুলোকে নিয়ন্ত্রণের যে সুপরিকল্পিত ধাঁচাগুলি তৈরি হয়েছে , সেগুলির মধ্যে বিরোধের লেশ মাত্র নেই৷ সকলেই পরিবার নামক প্রতিষ্ঠানের বাইরে অবস্থানকারীদের এককাট্টা হয়ে নিকেশ করতে এক পায়ে খাড়া৷ এমতাবস্থায় যুবরাজ উইলিয়ামের স্বাভাবিকতার জন্য অর্থবহনকারী আত্মপ্রকাশের অভিঘাতটি বেজায় সাহসের নিদর্শনই বটে৷ এমন সিংহ -নাদ বাকিংহামের অলিন্দ থেকে শোনা যাবে ভাবা যায়নি৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল