অ্যাপশহর

লজ্জা

বিশ্ব শৌচালয় দিবসের প্রাক্কালে দেশের শৌচাগারগুলির অবস্থা নিয়ে একটি সমীক্ষার ফল রীতিমতো আশঙ্কাজনক৷

EiSamay.Com 22 Nov 2016, 12:15 pm
বিশ্ব শৌচালয় দিবসের প্রাক্কালে দেশের শৌচাগারগুলির অবস্থা নিয়ে একটি সমীক্ষার ফল রীতিমতো আশঙ্কাজনক৷ দেশে বেড়াতে আসা সত্তর শতাংশ পর্যটক তাঁদের সফরসূচি বদলানোর বা সে তালিকা থেকে এ দেশকে সম্পূর্ণ ছেঁটে ফেলেন কেবলমাত্র শৌচালয়গুলির বেহাল অবস্থার কারণেই৷ দূরপাল্লার যাত্রায় অনেক সময়ই পথের ধারে শৌচাগার মেলা মুশকিলের , থাকলেও সেগুলি ব্যবহার -যোগ্য নয়৷ এ যুগে এমনটা হওয়ার কথা নয় , বিশেষ করে আধুনিক ভারত যে পথে উন্নত দুনিয়ার উন্নততর জীবনযাত্রাকেই লক্ষ্য হিসেবে স্থির করে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে৷ শৌচাগার , পরিস্রুত পানীয় জল , যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি যে কোনও দেশের স্বাভাবিক অবস্থাটি আদতে কতটা জীবন যাপনের অনুকূল সে দিকটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে
EiSamay.Com poor condition of local toilet
লজ্জা


তা শুধু পর্যটকদের বেড়ানোর সুবিধে অসুবিধের বিষয় নয়৷ শৌচালয় সম্পর্কিত অসুবিধে এ দেশের বড়ো শহরগুলির প্রাত্যহিক সমস্যাও বটে , অতএব , লোকালয় হতে দূরদূরান্তের কেমন হাল তা সহজেই অনুমেয়৷ গ্রামেগঞ্জে শৌচালয় ব্যবহার নিয়ে বহুকাল যাবত্ সরকারি নানা উদ্যোগ নেওয়া হয়ে আসছে , তবে কাজের কাজ হতে যে এখনও বিস্তর দূরত্ব পার করতে হবে , সে নিয়ে সন্দেহের অবকাশ নেই৷ এটি কেবল বিদেশি পর্যটকদের কাছে দেশের কেমন ভাবমূর্তি তুলে ধরা গেল , তাতেই সীমাবদ্ধ নয়৷ পথের ধারে শৌচালয় নেই কারণ তা নিয়ে জোরালো দাবি ওঠেনি , ওটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করা হয়নি৷ এটাই সমস্যা৷ এটুকু কাটলেই বাকিটুকু আসান হবে৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল