অ্যাপশহর

অভ্যাস

সাধারণ নাগরিক -বোধটুকু না থাকলে যত কড়া পদক্ষেপই করা হোক না কেন , তা আদৌ কাজে লাগে কি না , সে প্রশ্ন থেকেই যায়৷

EiSamay.Com 23 Sep 2016, 11:57 am
সাধারণ নাগরিক -বোধটুকু না থাকলে যত কড়া পদক্ষেপই করা হোক না কেন , তা আদৌ কাজে লাগে কি না , সে প্রশ্ন থেকেই যায়৷ নেশাগ্রস্ত হয়ে তীব্র গতিতে বা মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালালে তার জন্য আইনি পদক্ষেপ করা যায় , করা হয়ও৷ কিন্ত্ত তাতে যে ব্যাধিটি সমাজ -শরীর থেকে অপসৃত হয়েছে , তা নয়৷ বরং শীর্ষ আদালতের পর্যবেক্ষণ , ভারতে উত্তরোত্তর পথ -দুর্ঘটনা বাড়ছে , যার অন্যতম কারণ মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো৷ ফলে এমন ঘটনায় শাস্তির মাত্রা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত
EiSamay.Com no law can stop this when driving stop talking
অভ্যাস


শীর্ষ আদালতের এই পরামর্শ যদি কেন্দ্রীয় সরকার মান্য করে , শাস্তির মাত্রা কিঞ্চিত্ বৃদ্ধি করে , তাতে অবস্থার পরিবর্তন হবে কি না , তা ভবিষ্যতই বলবে৷ কিন্ত্ত বলা অসঙ্গত নয় যে, দেশের মানুষের নাগরিক -বোধটুকু বোধ হয় তলানিতে এসে ঠেকেছে৷ অন্যের নিরাপত্তা তো অনেক দূর , নাগরিকেরা যে নিজেদের নিরাপত্তাটুকুও নিয়ে বিন্দুমাত্র শঙ্কিত নন , নিরাপত্তার জন্য আইন মেনে চলার সামান্য চেষ্টাটুকুও করতে রাজি নন তাঁরা , তা দুর্ভাগ্যের৷ আদতে আইন ভাঙাটাই যেখানে দস্ত্তর হয়ে দাঁড়িয়েছে , সেখানে যে এই কু-অভ্যাসের দাসত্বই একমাত্র পরিণতি , তা যতই নিজের বিপদ ডেকে আনুক না কেন , সে কথা স্বীকার করে নেওয়া ভালো৷ আইন কড়া করার এই প্রস্তাব ইতিবাচক৷ কিন্ত্ত তাতে যে ভারতীয়দের কু-অভ্যাসের দাসত্ব থেকে মুক্ত করা যাবে , এমন কথা খুব জোর দিয়ে বলা যাবে কি ?৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল