অ্যাপশহর

উপবাসী

মাঝে মধ্যে আধবেলা উপোস দিলে বাড়তি শক্তি জন্মায় , শরীরের কলকব্জার আরাম জোটে এবং তারা ধীরে সুস্থে ডিএনএ ইত্যাদির মেরামতি সারতে পারে

EiSamay.Com 18 Nov 2016, 12:27 pm
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে মাঝে মধ্যে আধবেলা উপোস দিলে বাড়তি শক্তি জন্মায় , শরীরের কলকব্জার আরাম জোটে এবং তারা ধীরে সুস্থে ডিএনএ ইত্যাদির মেরামতি সারতে পারে এক পেট দানাপানি হজম করানোর বখেড়া থেকে নিষ্কৃতি লাভ করে৷ বিজ্ঞানীরা হামেশাই নানা গবেষণা করেন , তাঁদের বেশির ভাগ বক্তব্য সত্য প্রমাণিতও হয় , তবে , এ ক্ষেত্রে প্রশ্ন হল , তাঁরা অমনটা বলেন কেন৷
EiSamay.Com fast can help your organ to be better performer
উপবাসী


সভ্যতার বিকাশের সঙ্গে নানা প্রকার কূট এবং জটিল প্রশ্ন মানুষের মগজে চারা দিয়ে ওঠে এবং সেগুলির যুক্তিগ্রাহ্য উত্তর না পাওয়া পর্যন্ত বেশির ভাগ মানুষ ছন্নের মতো ঘুরে বেড়ান সেটি একটি কারণ বটে , তবে এহ বাহ্য৷ উপরোক্ত গবেষণার ফলটি চিকিত্সাশাস্ত্রকে অনেক দূর ঠেলে নিয়ে যাবে এ নিয়ে সন্দেহের কারণ নেই৷ তত্সত্ত্বেও যে প্রশ্নটি নির্দ্বিধায় করা যেতেই পারে তা হল , কোন ধরনের মানুষ উপোস দিলে তাঁদের হৃদযন্ত্রের সার্বিক উন্নতি নিশ্চিত , কাদেরই বা ফিরে ফিরে কর্কটরোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কমে বহুগুণ৷

কোনও একটি গবেষণালব্ধ জ্ঞান মানুষের উপকারে লাগে বললে পৃথিবীর সমস্ত মানুষকেই সাপটে নেওয়ার তাগিদ অনুভব করে সাধারণ মগজ , আর সেখানেই যত গোল৷ কারণ , মগজের এক কোনায় এই তথ্যও রক্ষিত আছে যে ভারতে বিপুল সংখ্যক মানুষ একবেলা কোনওক্রমে উদরপূর্তির তরে খানিকটা অন্ন জোটাতে পারেন৷ অর্থাত্, আধবেলার বেশি পেট ভরানোর উপায় তাঁদের এমনিতেই নেই৷ প্রশ্নটি অতএব , ফিরে আসতে বাধ্য , বিজ্ঞানীরা অমন নিদান দেন কেন৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল