অ্যাপশহর

সদর্থক

কোনও এক কালে মূলত অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ঘাড়ে চেপে বসা চিকিৎসার ব্যয়-বোঝার ভার খালাসের উদ্দেশ্যেই এই প্রকল্প লাগু করা হয়েছিল৷

EiSamay 15 Apr 2018, 12:58 pm
এই মুহূর্তে দেশের প্রায় চুয়াল্লিশ লক্ষ মানুষ কেন্ত্রীয় সরকারের স্বাস্থ্য যোজনার সুবিধে পাচ্ছেন৷ কোনও এক কালে মূলত অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ঘাড়ে চেপে বসা চিকিৎসার ব্যয়-বোঝার ভার খালাসের উদ্দেশ্যেই এই প্রকল্প লাগু করা হয়েছিল৷ তবে, কেন্দ্রীয় সরকারের নিজস্ব হাসপাতালগুলিতে যে সমস্ত চিকিৎসা প্রদানের সুবিধে নেই, কর্মচারীগণ নিজেদের খরচে সে চিকিৎসা অন্যত্র করিয়ে এলে এই প্রকল্পের কল্যাণে সে পয়সা ফেরত দেওয়ার রীতিটি এখনও চালু আছে৷ মুশকিল হল, এই সুবিধের আওতায় সমস্ত হাসপাতালকে আনা যায়নি৷ অতঃপর, এযাবৎ কাল সত্বর চিকিৎসার প্রয়োজন, এমন রুগিকে নিয়ে এক হাসপাতাল থেকে আর এক নার্সিংহোমে উদ্বিগ্ন আত্মীয়-পরিজনদের ছোটাছুটি, হেল্‌থ স্কিমের আওতাভুক্ত চিকিৎসা কেন্দ্রের খোঁজে হন্যে মানুষদের বিহ্বল দশাই ছিল সাধারণের বিধিলিপি৷
EiSamay.Com ei samay posteditorial favorable
সদর্থক


সম্প্রতি দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ওই চিকিৎসা ব্যবস্থার সুবিধে গ্রহণ করার ন্যায্য অধিকার যাদের আছে, তারা যে কোনও হাসপাতালে চিকিৎসা করিয়ে খরচের টাকা দাবি করতে পারেন৷ এটি একটি অত্যন্ত সদর্থক পদক্ষেপ যার ফলে দেশের গোটা চিকিৎসা-ব্যবস্থায় যে সকল বৈষম্যের ফাঁক ফোঁকর এত দিন বহাল ছিল তার খানিকটা দূর করা যাবে৷ এই বৈষম্যের ফলে মানুষে মানুষে অনর্থক অর্থনৈতিক বিভেদের ক্ষেত্রগুলির ভিত মজবুত হচ্ছিল কেবল৷ উদ্যোগটি কি অন্য বড়ো সামাজিক বদলেরও ইঙ্গিতবাহী?

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল