অ্যাপশহর

প্রাসঙ্গিক

প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বিরুদ্ধে ‘রাজনীতি’করার অভিযোগ তোলা হয়েছে সম্প্রতি৷ অন্যান্যদের মধ্যে সে অভিযোগ তুলেছেন আনসারির উত্তরসূরি, বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু৷

EiSamay.Com 17 Aug 2017, 1:09 pm
প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বিরুদ্ধে ‘রাজনীতি’করার অভিযোগ তোলা হয়েছে সম্প্রতি৷ অন্যান্যদের মধ্যে সে অভিযোগ তুলেছেন আনসারির উত্তরসূরি, বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু৷ অভিযোগটি দুর্ভাগ্যজনক এবং নিরপেক্ষ যুক্তির বিচারে তার গ্রহণযোগ্যতা সামান্যই৷ আনসারি যেমন এক দিকে বলেছেন যে সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের সাফল্য প্রমাণিত হয়, অন্য দিকে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেও তাঁদের দায়িত্বের বিষয়ে সচেতন করতে ভোলেন নি৷ বস্ত্তত আনসারির বক্তব্যে পক্ষপাতদুষ্টতার বিন্দুমাত্র ছোঁয়া নেই, ফলত তাঁর বক্তব্যে আপত্তি তোলার কারণ বোধগম্য হওয়া কঠিন৷ এ কথা অনুমান করা কঠিন নয় যে, খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ বা গোরক্ষার নামে গণপিটুনিতে হত্যার ক্রমবর্ধমান ঘটনার ফলে সংখ্যালঘুরা কিছুটা সুরক্ষার অভাবের আশঙ্কায় ভুগছেন, আনসারির এই মন্তব্যই ভারতীয় জনতা পার্টির একাংশের বিরাগের কারণ৷
EiSamay.Com editorial on tussle between bjp anf hamid ansari
প্রাসঙ্গিক


তাঁর বক্তব্যের যাথার্থ্য যদিও অস্বীকার করা যায় না৷ সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের মনেই যে তেমন আশঙ্কা দেখা দিয়েছে এ কথা অকাট্য সত্য৷ এবং তা অকারণে নয়৷ বিভিন্ন রাজ্য সরকার এমন নানা আইন প্রবর্তন করছেন যার ফলে তাঁদের মনে এই উদ্বেগ সঞ্চারিত হচ্ছে৷ উদাহরণ স্বরূপ, খবরে প্রকাশ মহারাষ্ট্র সরকার এমন একটি পুরনো আইন ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে যার মাধ্যমে নিষিদ্ধ মাংস রয়েছে কিনা তা খোঁজার অজুহাতে পুলিশ যে কোনও বাড়িতে তল্লাশি চালাতে পারবে৷ এমন আইন প্রবর্তিত হলে কোন ধর্মীয় গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে তা প্রযুক্ত হওয়ার আশঙ্কা সব থেকে বেশি, তা সহজেই অনুমেয়৷ কেন্দ্রে ও বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন বিজেপির কাছে এ সত্য যতই অস্বস্তিকর হোক না কেন, উপরাষ্ট্রপতির বক্তব্যের পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে৷ ধামা চাপা দেওয়ার পরিবর্তে তা স্বীকার করে কী ভাবে সে সম্প্রদায়ের আশঙ্কা দূর করা যায় সে বিষয়টি অবিলম্বে বিজেপি শীর্ষ নেতৃত্বের ভেবে দেখা প্রয়োজন৷ প্রয়োজন এই কারণেই যে, ভারতের মতো বিপুল বৈচিত্রময় দেশের সামাজিক বুনোট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থার উপর নির্ভর করে৷ হাজার হাজার বছর ধরে বজায় থাকা এই সামাজিক ভারসাম্য আক্রান্ত হলে দেশজুড়ে গভীর বিপদ ঘনিয়ে আসার সম্ভাবনা৷ সেই নিরিখে বলা যেতেই পারে যে, বিদায়ী উপরাষ্ট্রপতি বিষয়টি জনপরিসরে চর্চায় এনে সরকার পক্ষকে যে বার্তা দিয়েছেন তা জরুরি ও সময়োপযোগী৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল