অ্যাপশহর

আশঙ্কা

পরিবেশ বিজ্ঞানী সিব্রেন ড্রিয়েফাউট সম্প্রতি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে আগামী আশি থেকে পঁচাশি বছরের মধ্যে বিশ্বের সামুদ্রিক জলস্তর তিন মিটারেরও বেশি বাড়বে৷

EiSamay.Com 30 Apr 2017, 11:51 am
সাদাম্পটনের পরিবেশ বিজ্ঞানী সিব্রেন ড্রিয়েফাউট সম্প্রতি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে আগামী আশি থেকে পঁচাশি বছরের মধ্যে বিশ্বের সামুদ্রিক জলস্তর তিন মিটারেরও বেশি বাড়বে৷ কিছুকাল আগে পর্যন্ত পরিবেশবিদদের একাংশ এই ভেবে খুবই খুশি ছিলেন যে জলস্তর আড়াই থেকে তিন মিটার বাড়বে খুব জোর , অতএব বেএক্তিয়ার কার্বন নির্গমন নিয়ে এই মুহূর্তে শঙ্কিত না হলেও বেশ চলবে৷ অবস্থাটি যে গুরুতর আকার নিতে চলেছে তা ড্রিয়েফাউট -এর বক্তব্যের বিরুদ্ধে জোর গলায় অভিসন্ধিমূলক গুজব ছড়ানোর নালিশ জমা না হওয়া থেকেই বেশ পরিষ্কার৷
EiSamay.Com editorial on sea level to rise
আশঙ্কা


অর্থাত্, শঙ্কিত চিত্তে এ কথা মেনে নিতে অসুবিধে হওয়ার কথা নয় যে অল্প কিছুকালের মধ্যেই বিভিন্ন নদীর ধারে অপেক্ষাকৃত নিচু জমিতে গড়ে ওঠা জনপদ নোনা জলের তলায় তলিয়ে যেতে পারে৷ সুখবর অবশ্য তার সঙ্গে জড়িয়ে আছে খানিকটা-এত যে সভ্যতার বাগাড়ম্বর , সেটিও তলাতে পারে বরাবরের মতো৷ কিন্ত্ত তাতেও কি শিক্ষা হওয়ার কোনও সম্ভাবনা আছে ? আকণ্ঠ লবণাম্বুরাশির তলায় ডুব মারার যে ভয়ানক ভবিষ্যত্ এড়ানো যেত সহজেই , সেটিকে অন্ধ লোভের বশবর্তী হয়ে ঘরের দুয়ার অবধি টেনে আনতে সকলেই মরিয়া হয়ে আছেন যেন৷ পরস্পরের ঘাড়ে দোষ চাপানো ব্যতীত অন্য কোনও সদর্থক ভূমিকায় কোনও ব্যক্তিবিশেষকেই অবতীর্ণ হতে দেখা যাচ্ছে না৷ ভাবখানা এমন যেন সাগরের জল ফুলে ফেঁপে উঠলে অপরের ভিটেয় জল ঢুকবে কেবল৷ মুশকিল হল , এই প্রহসনটির তালে তাল মেলাতে নর্তকের অভাব দেখা যাচ্ছে না৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল