অ্যাপশহর

সর্বজনহিতায়

পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের অব্যবহিত পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছেন তা প্রণিধানযোগ্য৷

EiSamay.Com 16 Mar 2017, 12:46 pm
পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের অব্যবহিত পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছেন তা প্রণিধানযোগ্য৷ এই ভাষণে তিনি বিচক্ষণতার পরিচয় দিয়ে এমন কিছু কথা দলীয় কর্মী সমর্থকদের স্মরণ করিয়েছেন যা বিস্মৃত হলে তাঁরা মারাত্মক ভুল করবেন৷ প্রথমেই প্রধানমন্ত্রী তাঁদের আচরণগত সংযমের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়েছেন৷ এই দলীয় জয় রাজ্য ও কেন্দ্রীয় স্তরে সরকারের নীতিতে প্রতিফলিত হবে নিশ্চয়ই৷ দলীয় দৃষ্টিকোণকে সরকারি নীতিতে প্রতিফলিত করার স্বাধীনতা ও ক্ষমতাই নির্বাচনী জয় বিজয়ী দলের উপর অর্পণ করে৷ কিন্ত্ত একই নিশ্বাসে এরই সঙ্গে যুক্ত একটি অপরিহার্য সত্যও মোদী তাঁর ভাষণে উচ্চারণ করেছেন - সরকার গঠিত হয় নির্বাচনে জয়ের মাধ্যমে কিন্ত্ত সরকার পরিচালিত হয় ঐকমত্যের ভিত্তিতে৷ স্পষ্টতই এ বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী বিরোধী পক্ষের স্বরের গুরুত্বের কথা তাঁর দলের সমর্থকদের আরও একবার স্মরণ করিয়ে দিলেন৷ আশা করা যায় প্রধানমন্ত্রীর এই বার্তা শিরোধার্য করে ভারতীয় জনতা পার্টি ও তার সমর্থক সংঘ পরিবারের বিপুল সংখ্যক কর্মী সমর্থক ভারতের ঐতিহাসিক বহুত্ববাদী পরম্পরার উপর আঘাত হানার মতো কোনও ক্রিয়াকলাপে নিজেদের নিযুক্ত করবেন না৷ এর পাশাপাশি এ কথাও বলা প্রয়োজন যে, যদি কোনও কোনও ক্ষেত্রে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে সেই প্রবণতা দেখাও যায়, প্রশাসনিক দায়িত্বে থাকা দলীয় নেতৃত্ব দলীয় তকমা উপেক্ষা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র দ্বিধা করবেন না, এটিও প্রত্যাশা৷
EiSamay.Com editorial on pm narendra modis message to his party after massive win in state polls
সর্বজনহিতায়


প্রধানমন্ত্রী এ কথাও সকলকে স্মরণ করিয়েছেন যে সরকার শুধু ক্ষমতাসীন দলের সমর্থকদেরই সরকার হতে পারে না, যিনি ক্ষমতাসীন দলকে সমর্থন করেন না সর্বার্থে তাঁর কল্যাণ সুনিশ্চিত করাও সরকারের কর্তব্য৷ আরও একটি জরুরি বার্তা, আশা করা যায় যা বিভাজনের রাজনীতির বিপদ নিয়ে সকলকে সচেতন করবে৷ এখানে এ কথা বলাও জরুরি যে প্রধানমন্ত্রীর এই বার্তা এই মুহূর্তে বিজেপির জয়ে উত্‍সাহিত সমর্থকদের উদ্দেশে বলা হলেও, আশা করা যায় দেশে সুস্থ গণতান্ত্রিক বিকাশের লক্ষ্যে বিরোধী দলগুলিও তা মাথায় রাখবেন৷ নির্বাচনী ময়দানে যে তীব্র আক্রমণ ও প্রতি-আক্রমণ স্বাভাবিক, সংসদে তার প্রতিফলন মোটেই কাম্য নয়৷ এই জয়-পরাজয়ের ঘাত প্রতিঘাতে ফের সংসদ অচল হলে তা সার্বিক ভাবে সমগ্র দেশের পক্ষেই অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে৷ এ ক্ষেত্রে দায়িত্ব কোনও পক্ষেরই কম নয়৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল