অ্যাপশহর

বিপর্যয়

মাত্র দিন কয়েক আগে দক্ষিণ মেরুর লার্সেন সি আইস শেল্ফ থেকে দু’হাজার বর্গ মাইল একটি টুকরো ভেঙে দক্ষিণ সাগরে ভেসে গেল৷

Ei Samay 17 Jul 2017, 11:32 am
মাত্র দিন কয়েক আগে দক্ষিণ মেরুর লার্সেন সি আইস শেল্ফ থেকে দু’হাজার বর্গ মাইল একটি টুকরো ভেঙে দক্ষিণ সাগরে ভেসে গেল৷ ত্রস্ত ব্যস্ত কিছু বিজ্ঞানী এবং পরিবেশবিদ অমনি আগ বাড়িয়ে বলতে শুরু করলেন যে তার ফলে তিন ভাগ জলের উচ্চতা হঠাত্ই অনেকটা বেড়ে যাওয়ার অথবা সমস্ত প্রাণিকুলের অদূর ভবিষতে ডুবে মরার কোনও আশঙ্কাই নেই, কারণ গোটা আইস শেল্ফটি বরাবর জলে ভেসেই ছিল , যেন বা তাঁদের কাছে আগ বাড়িয়ে জানতে চাওয়া হয়েছে৷
EiSamay.Com editorial on larsen c ice shelf
বিপর্যয়


বেশ কিছুকাল যাবত্ আবহাওয়া বিজ্ঞানীদের একাংশ কিছুসংখ্যক বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি এবং পূর্ব পশ্চিমের রাষ্ট্রনায়কদের সঙ্গে মিলে বিশেষ এক ধরনের রাজনৈনতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্য সাধিত করার লক্ষ্যে এইটি প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়েছেন যে উষ্ণায়ন ইত্যাদি একেবারেই বাজে কথা , গ্রিনহাউজ গ্যাস মিথ্যে জুজু এবং গত পঞ্চাশ বছরেরও কম সময়ে সমুদ্রতলে কোটি কোটি বর্গ মাইল প্রবাল -ক্ষেত্র হঠাত্ই ধ্বংস হয়ে যাওয়াটাকে আদপেই অশনি সংকেত হিসেবে দেখার কোনও কারণ নেই৷

উল্টোটা বলতে হলে বহু মানুষের মুনাফার হিসেবে টান পড়ার আশঙ্কা , অতএব সেইটি বাঁচিয়েই নিশ্চিন্ত থাকার বিবৃতি জারি চলছে৷ প্রশ্ন হচ্ছে , মুনাফার রাশিকৃত অর্থ ফুটন্ত জলে -ডোবা পৃথিবীতে লাগবে কার কোন কাজে ? এমনটাও তো নয় যে দুই একটি প্রাণী বেঁচে থাকলেও থাকতে পারে এবং বিবর্তনের ফলে ওই অর্থ একদিন তাঁদের ভোগে লাগবে৷ আইস শেল্ফটি ভাঙার পরেও চেতনা হবে না ?

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল