অ্যাপশহর

মেলবন্ধন

সম্প্রতি ‘চানা ডাল’ শব্দটিকে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান দেওয়া হল৷ এর আগেও অনেক আঁকাড়া -ইংরিজি নয় এমন শব্দকে প্রাত্যহিক ব্যবহারের বিচারে ওই শব্দ-ভাণ্ডারের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে৷

Ei Samay 15 Jul 2017, 11:38 am
সম্প্রতি ‘চানা ডাল’ শব্দটিকে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান দেওয়া হল৷ এর আগেও অনেক আঁকাড়া -ইংরিজি নয় এমন শব্দকে প্রাত্যহিক ব্যবহারের বিচারে ওই শব্দ-ভাণ্ডারের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে৷ ব্যাপারটি আদপেই সম্পূর্ণ বিস্ময়কর ঠেকার কথা নয়৷
EiSamay.Com editorial on chana dal the latest entry in oxford english dictionary
মেলবন্ধন


এহেন সরকারি সিলমোহর ছাড়াই বহু বহু লক্ষ শব্দ পৃথিবী জুড়ে এক ভাষা থেকে আর এক ভাষায় অনায়াসে জায়গা করে নিয়েছে , তৈরি হয়েছে নতুন সব অনুষঙ্গ , পূর্বতন অর্থের বোঝা খসেছে জোর করে বিযুক্তিকরণের আড়ম্বর, ঝুটঝামেলা ছাড়াই৷ প্রক্রিয়াটি নানা ভাষাভাষী , বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে আসা , সামান্য -পরিচিত বা একেবারেই অপরিচিত জীবনবোধ বয়ে আনা মানুষদের পারস্পরিক মিলমিশ , আদান প্রদানের ফসল-কখনও তা ত্বরান্বিত হয়েছে , আবার থেমেও গেছে পুরোপুরি নানা ঐতিহাসিক কারণে৷ তবে , কোন শব্দটি ঠিক কোন সময়ে দুই মেরুর দূরত্বকে আমল না দিয়ে অপর কোন ভাষার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে , তার একমাত্র না হলেও প্রধান কারণটি অবশ্যই মানুষে মানুষে সম্পর্ক তৈরি হওয়া৷

শব্দ একাকী পথ অতিক্রম করে না , মানুষই তাকে নতুন ঠিকানায় পৌঁছে দিয়ে আসে , নিশ্চিত করে যাতে নতুন মানুষের জীবনে অব্যবহূত তলানি হিসেবে পড়ে থেকে জীর্ণ তামাদি না হয়ে যায় তা৷ নতুন ভাষাটি তাকে সকল অর্থেই লালন করে যত্নে , নিজের অর্থভাণ্ডারের বিবিধ রতনের মাঝে ঠাঁই দিয়ে বারংবার নানা পরিসরে তার স্বাদ , বর্ণ, গন্ধের সবটুকু যাচাই করে গুষ্টিশুদ্ধু চেটেপুটে খায়৷ কষ্টি -বিচারে ‘চানা ডাল ’-এর আটকানোর আশঙ্কা নেই৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল