অ্যাপশহর

সম্ভাবনা

যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন আসন্ন , তার মধ্যে ভারতীয় জনতা পার্টি ও বিরোধী পক্ষ , উভয়ের কাছেই রাজনৈতিক নিরিখে সব থেকে গুরুত্বপূর্ণটি হতে চলেছে গুজরাটে৷

EiSamay.Com 12 Jul 2017, 11:23 am
যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন আসন্ন , তার মধ্যে ভারতীয় জনতা পার্টি ও বিরোধী পক্ষ , উভয়ের কাছেই রাজনৈতিক নিরিখে সব থেকে গুরুত্বপূর্ণটি হতে চলেছে গুজরাটে৷ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এই নির্বাচনের উপর সারা দেশের নজর৷ সম্ভবত এই রাজ্যটিতেই সর্বপ্রথম নির্বাচন কমিশন ১০০ শতাংশ বুথে ভিভিপিএটি ভোটযন্ত্র ব্যবহারের ব্যবস্থা করবে৷
EiSamay.Com editorial on bjp
সম্ভাবনা


এই বিশেষ যন্ত্রে প্রত্যেক ভোটারের প্রদত্ত ভোট কাগজের স্লিপে নথিবদ্ধ থাকবে এবং প্রত্যেক কেন্দ্রের একটি নির্ধারিত শতাংশ বুথে বাধ্যতামূলক ভাবে সেই কাগজের স্লিপ গণনা করা হবে৷ এর ফলে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিরোধীদের একাংশ , বিশেষ করে বহুজন সমাজ পার্টি, কংগ্রেস এবং আম আদমি পার্টি গণনায় কারচুপির যে অভিযোগ তুলেছিল , গুজরাটে তেমন কোনও অভিযোগের সম্ভাবনা থাকবে না৷ উত্তরপ্রদেশের মতোই গুজরাটেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিরোধীদের স্তব্ধ করার বিষয়ে উচ্চাকাঙ্খী বিজেপি নেতৃত্ব৷ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘোষণা করেছেন যে , মোট ১৮২টি আসনের মধ্যে ১৫০টিতে জেতাই বিজেপির লক্ষ্য৷ বিগত কয়েক বছরে গুজরাতে পতিদার এবং দলিত গোষ্ঠীর মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা গিয়েছে৷

কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি সেই অসন্তোষ ভোটের বাক্সে প্রতিফলিত করায় সফল হতে পারবে কিনা , তা ভবিষ্যত্ই বলবে৷ যদি বিরোধীদের পক্ষে তা সম্ভব হয় , তা হলে লোকসভা নির্বাচনের আগে বিজেপি -বিরোধী জোট গঠনের এতাবত্ অসফল উদ্যোগের পালে বাতাস লাগার সম্ভাবনা৷ কারণ , আজও জনমানসে গুজরাটের অন্যতম পরিচয় ‘নরেন্দ্র মোদীর রাজ্য ’ হিসেবে৷ সে রাজ্যে বিরোধীদের ক্ষমতালাভকে নিঃসন্দেহে কংগ্রেস ও অন্যান্য দলগুলি লোকসভা নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী ও তাঁর দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারে পূর্ণমাত্রায় ব্যবহার করতে চাইবে৷

আবার বিজেপির-র কাছে আশার বিষয় এই যে , বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় রুপানির শাসনকালে পতিদার গোষ্ঠীর আন্দোলন অনেকাংশেই স্তিমিত হতে দেখা গিয়েছে৷ গুজরাটেও বিজেপি -র জয়রথের অগ্রগতি অব্যাহত থাকলে , পরবর্তী লোকসভা নির্বাচনে তা অপ্রতিরোধ্য হয়ে ওঠার সম্ভাবনাও প্রবল৷ সামগ্রিক ভাবে গুজরাট নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে ছায়াপাত করবে অবশ্যই৷ এই উচ্চকিত রাজনৈতিক প্রতিযোগিতায় ভিভিপিএটি ভোট যন্ত্র ব্যবহারের ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন ধন্যবাদার্হ৷ নির্বাচন গণতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াকাণ্ড , তাকে যত দূর বিতর্কের উর্ধ্বে রাখা যায় ততই মঙ্গল৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল