অ্যাপশহর

বিবেচনা

অর্থনৈতিক ভরাডুবির অজুহাতে ক্রেতাদের টাকা আত্মসাত্ করা যাবে না৷

EiSamay.Com 12 Sep 2016, 12:25 pm
দেশের উচ্চতম ন্যায়ালয় সম্প্রতি একটি রায়ে জানিয়েছে নির্মাণ সংস্থার ভালো অথবা খারাপ আর্থিক অবস্থার সঙ্গে ফ্ল্যাট খরিদের অগ্রিম টাকা ফেরত না দেওয়ার সম্পর্ক নেই৷ যদি কোনও সংস্থা বিজ্ঞাপন দিয়ে টাকা তুলে থাকে , তবে সময়ে নির্মিত গৃহের হস্তান্তর না করে অর্থনৈতিক ভরাডুবির অজুহাতে ক্রেতাদের টাকা আত্মসাত্ করা যাবে না৷ বিচারকগণ ওই রায় ঘোষণার কালে ক্রেতাদের যে আদতে যথেষ্ট পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হয় , সেটিও উল্লেখ করেন৷ বিষয়টি নিয়ে গভীর চিন্তা ভাবনার সময় হয়েছে৷ দেশ জুড়ে ইমারতি ক্ষেত্রে বিনিয়োগের যে জোয়ার গত বেশ কয়েক দশক যাবত্ দেশের অর্থনীতিকে নানা ভাবে প্রভাবিত করে আসছে , সে নিয়ে সাধারণ মানুষ কখনও যুথবদ্ধতার হুজুগে মেতে , কখনও বা ব্যক্তিগত সুচিন্তিত সিদ্ধান্ত নিতে উত্সাহ বোধ করার ফলে বৃহত্ এই কর্মযজ্ঞের অংশীদার হয়ে পড়েছে
EiSamay.Com construction company should return flat buyers advance money in case of any lose
বিবেচনা


যেখানে বিনিয়োগের মাধ্যমে মুনাফা লোটার ক্ষেত্রে প্রবেশাধিকার আদায় করতে পারেনি , সে ক্ষেত্রে একটি বাসার মালিকানা লাভের গণ্ডিতেই সীমাবদ্ধ থেকেছে , ক্ষুদ্র মানবের ক্ষুদ্রতর সঞ্চয় পুঁজি করে ক্ষুদ্রতম জমির মালিক হওয়ার ঈপ্সায় পাপ নেই কোনওই৷ তবু ব্যক্তির স্বপ্নপূরণের সাধ , সাধ্য ইত্যাদির সঙ্গে খানিকটা বিবেচনার মিশেল থাকলে মন্দ হয় না৷ যে ব্যবসা হঠাত্ ফুলে ফেঁপে ওঠে , সেটি হাওয়াই ফানুসের মতো চুপসে যেতেই বা কতক্ষণ ? অতঃপর এ বার মানুষ শিক্ষা নিক , সব সময় আদালতের দ্বারস্থ হয়ে বৈতরণী পার হওয়া যাবেই , তা হয়তো ঠিক নয়৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল