অ্যাপশহর

পৌরুষ

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের দিন যত এগিয়ে আসছে , ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের তালিকাও ততই লম্বা হচ্ছে

EiSamay.Com 28 Oct 2016, 1:12 pm
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের দিন যত এগিয়ে আসছে , ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের তালিকাও ততই লম্বা হচ্ছে৷ তালিকাটির যে বিষয়টি নিয়ে প্রধানত বিস্ময় এবং খানিকটা উষ্মাও , তা হল অভিযোগকারীদের তুলনায় কারিণীদের সংখ্যাটি উল্লেখযোগ্য রকমের বেশি , এবং অভিযোগের কারণগুলিও নিছক নিরামিষ নয়৷ ডোনাল্ড ট্রাম্প এক ভাবে দেখলে একজন সাধারণ মানুষ মাত্র যিনি নানা সামাজিক , অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির আনুকূল্যে রাষ্ট্রপতি পদ -প্রার্থী , এবং তা যদি তাঁর ক্ষমতার কেন্দ্রে অবস্থান করার সৌভাগ্য হয় তা হলেও৷ মুশকিল হল , তিনি জিতুন বা হারুন , এই অভিযোগগুলির ফলেই তিনি পিতৃতান্ত্রিকতার একটি বিশেষ ধরনের প্রতীকরূপে প্রতিষ্ঠা পেয়ে গেছেন যা কখনওই কোনও সভ্যতার পক্ষে দৃষ্টান্তমূলক বিজ্ঞাপন হতে পারে
EiSamay.Com complain against donald trumph
পৌরুষ


মহিলাদের প্রতি তাঁর বিশেষ অনুরাগ অথবা আসক্তি থাকতেই পারে , তাঁর মানসিক বা শারীরিক চাহিদা নিয়েও মন্তব্য করাটা গুরুত্বপূর্ণ সামাজিক বিশ্লেষণ হিসেবে বিবেচিত হওয়ার নয় , তবে চাহিদা মেটানোর যে উপায়গুলি তিনি অবলম্বন করেন বলে শোনা যায় , তা যদি সত্য বলে প্রমাণিত হয় তবে তার সঙ্গে ক্ষমতার যোগটি নিয়েই যত গোল৷ তিনি চান বা না চান , ক্ষমতার ভরকেন্দ্রটিকে তিনি কোন কায়দায় দোমড়ান মোচড়ান আর তাঁর জীবনের নারীরা সে কায়দার ফলে কতটা বিপর্যস্ত বোধ করেন বা কতখানি সে ক্ষমতাকেই কাজে লাগাতে পারেন সে নিয়ে খুব একটা দ্বিধা দ্বন্দ্বে বিদীর্ণ হওয়ার মতো হূদয় খুঁজে পাওয়াটা দুষ্কর৷ ৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল