অ্যাপশহর

কন্যাশ্রী

সম্প্রতি কুস্তিগিরের ভূমিকায় অবতীর্ণ বোম্বাইয়ের এক নায়িকা অলিম্পিকে ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের জয়জয়কারের মাঝে দেশবাসীর কাছে কন্যাভ্রূণ হত্যা বন্ধের আবেদন জানিয়েছেন৷

EiSamay.Com 20 Aug 2016, 4:06 pm
সম্প্রতি কুস্তিগিরের ভূমিকায় অবতীর্ণ বোম্বাইয়ের এক নায়িকা অলিম্পিকে ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের জয়জয়কারের মাঝে দেশবাসীর কাছে কন্যাভ্রূণ হত্যা বন্ধের আবেদন জানিয়েছেন৷ বলেছেন মেয়েদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে৷ রিও অলিম্পিক গেমস্-এ দীপা , সাক্ষী , সিন্ধুদের লড়াইয়ের ক্ষমতা তাঁর আবেদনটিকে জোরালো ঠেকনা জোগাবে নিশ্চয়ই৷ পদক কে কী পেলেন সেটি গুরুত্বপূর্ণ অবশ্যই৷ কিন্ত্ত সামাজিক এবং অর্থনৈতিক নানা বাধা পেরিয়ে তাঁরা যে এত দূর পৌঁছেছেন , সেটাও কম কী !
EiSamay.Com after rio olympic it is important to focus on girl child birth
কন্যাশ্রী


দেশের সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকালে মেয়েদের জীবনে বড়োসড়ো বদল চোখে পড়তে বাধ্য , ঘর ছেড়ে বেরনোর , হেঁশেলে আবদ্ধ রাখার বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া , পুরুষদের সঙ্গে সমানে সমানে লড়া তো বটেই , তাঁদের হেলায় টপকে যাওয়ার নিদর্শন বড়ো একটা কম নয়৷ পরিকাঠামোগত প্রতিবন্ধকতা চলার পথে দুর্লঙ্ঘ্য পাহাড়ের মতো খাড়া না উঠলে এই অলিম্পিক গেমস্-এও হয়তো তাঁদের অন্য অনেক নজির গড়ার সাক্ষী থাকতে পারত দেশবাসী৷ গরিব দেশের পক্ষে পশ্চিমি দুনিয়ার মতো পরিকাঠামো গড়ে হাজারে হাজারে মহিলাকে ক্রীড়াক্ষেত্রে তালিম দেওয়া হয়তো সম্ভব নয় , কিন্ত্ত প্রথমে যেটা দরকার তা হচ্ছে জন্মাতে দেওয়া , ভাইদের সঙ্গে খেতে বসলে খাবারের ভাগে যেন কম না পায় --- ইশকুলে যাওয়ার অধিকার এবং খেলার মাঠে ছুটতেও দিতে হবে বইকি৷ যাঁরা পদক গলায় ঝুলিয়ে ফিরবেন তাঁদের পিঠ চাপড়ানোর সময় ওই না -জন্মাতে পারা কন্যাদের কথা ভুললে চলবে না৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল