অ্যাপশহর

বিচার

দেশের শীর্ষ আদালতে জমে থাকা মামলার সংখ্যাটি ষাট হাজারেরও খানিকটা বেশি বই কম নয়৷

EiSamay.Com 20 Jan 2017, 2:52 pm
দেশের শীর্ষ আদালতে জমে থাকা মামলার সংখ্যাটি ষাট হাজারেরও খানিকটা বেশি বই কম নয়৷ এমতাবস্থায় আদালতের গ্রীষ্মকালীন ছুটির সময়কালটি নিয়ে কটাক্ষ উড়ে এলে সেটিকে সম্পূর্ণ অন্যায্য এমনটা হয়তো বলা যায় না৷ এমনটা নয় যে বিচার বিভাগের দায়িত্বপ্রান্ত উচ্চ পদাধিকারীগণ সে বিষয়ে ওয়াকিবহাল নন৷ বিষয়টি সম্পর্কে জানেন বলেই আগামী গ্রীষ্মে অবসর যাপনের কালেও খানিকটা কাজ এগিয়ে রাখার জন্য সাংবিধানিক মামলা সামলানোর জন্য দু’টি সাংবিধানিক বেঞ্চ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শুনানির জন্য দু’টি সাধারণ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রশ্ন হচ্ছে , এটুকু যদি করা যায় , তা হলে পদ্ধতিটিকে কিছুকালের জন্য লাগু না করে সমান্তরাল একটি ব্যবস্থা হিসেবে গ্রহণ করা যায় না ?
EiSamay.Com 60 thousand case panding in court
বিচার


যদি না যায় , তা হলে যে সমস্ত ক্ষেত্রে খামতি রয়ে গেছে , সেগুলিকে যত শীঘ্র সম্ভব চিহ্নিত করা দরকার৷ এমনটাও হতে পারে যে সবটাই সকলের জানা , অর্থাত্ ব্যামোটি কোথায় এবং কোন দাওয়াইয়ে সে রোগ সারবে তা সকলেই জানে৷ তাই যদি হয়ে থাকে , তবে দেশের বিচার বিভাগটিকে এমনি খুঁড়িয়ে চলার উপযোগী একটি ব্যবস্থা হিসেবে আত্মস্থ করার পিছনে সামাজিক এবং প্রশাসনিক সিদ্ধান্তটি নিয়ে খোলামেলা আলোচনা দরকার৷ কোন রায়ের ফলে কোন গোষ্ঠী বা ব্যক্তি কতটা ন্যায় বিচার পেলেন বা পেলেন না , সেটা গুরুত্বপূর্ণ হলেও , কেমন ব্যবস্থা লাগু থাকার ফলে অমন সিদ্ধান্তে পৌঁছনো গেল তার বিচারটি সব সময়ই গণতন্ত্র টিকিয়ে রাখার উপায়৷ একমাত্র না হলেও , অত্যন্ত গুরুত্বপূর্ণ যে , সে নিয়ে সন্দেহের অবকাশ নেই৷

পরের খবর

Editorialসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল