অ্যাপশহর

দেবীর আরাধনায় ময়মনসিংহের 'নারীশক্তি', ধূমধাম মহাষ্টমীর অঞ্জলিতে

শহরের কেন্দ্রস্থল গাঙ্গিনার পাড়ে অবস্হিত শ্রীশ্রী শিববাড়ি মন্দিরের পুজোর বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম। সে পুজো কেবলমাত্র মহিলাদের "নারী-শক্তি" দ্বারাই পরিচালিত হয়। এ বছর তাদের দশম বর্ষের পুজো।

EiSamay.Com 6 Oct 2019, 12:57 pm
কদিন আগেই আমি বাংলাদেশের ময়মনসিংহ শহরের দুর্গোৎসবের কিছুটা বর্ণনা বেশ কিছু পুজো প্যান্ডেলের প্রতিমার ফটোসহ সংগঠকদের নাম দিয়ে আপনাদের অবগত করেছিলাম।
EiSamay.Com bangladesh: durga puja 2019 celebrated at mymensingh
মহাষ্টমীতে চলছে অঞ্জলি। ছবি: প্রতিবেদক।


তারমধ্যে শহরের কেন্দ্রস্থল গাঙ্গিনার পাড়ে অবস্হিত শ্রীশ্রী শিববাড়ি মন্দিরের পুজোর বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম। সে পুজো কেবলমাত্র মহিলাদের "নারী-শক্তি" দ্বারাই পরিচালিত হয়। এ বছর তাদের দশম বর্ষের পুজো।

লেখক : সুবীর হোম রায়।

পদ্মাপাড়ের প্রাণের পুজো, দেখুন ফটোগ্যালারি

"বোধন" নামে একটা উন্নত ও মননশীল শারদ সংকলন প্রথম বছর থেকেই বের করে আসছে। এতে দু'বাংলারই কবি-সাহিত্যিকদের লেখায় সমৃদ্ধ থাকে।৫০ থোকে ৬০ পাতার এই সংকলন আপনার সংগ্রহের তালিকা পরিপূর্ণতা পাবেই।


Watch: ময়মনসিংহে দেবী-বরণ নারী শক্তির

এ বছরের "বোধন"-এর প্রচ্ছদটা দিলাম।

প্রচ্ছদ।



সংকলনের সম্পাদিকার কথায়--

"দেবী দূর্গার আরাধনার অন্য নাম-- আত্মশক্তির জাগরণ।
এসো কর্মী, এসো জ্ঞানী, এসো জনকল্যান ধ্যানী।
আত্মশক্তির উদ্বোধন হোক।
সুচেতনার জয় হোক।"

আরও পড়ুন...পুজোয় শামিল ওপার বাংলা, দুর্গার আরাধনা ময়মনসিংহে

বিজয়া দশমীতে মাকে বরণ করার ও আগামী বছরে মার আগমনকে আহ্বান করে 'নারী-শক্তি'র কর্মীরা নাচে-গানে ভরে তোলে-- তা এক কথায় অসাধারণ।এ অনুষ্ঠান না দেখলে উপলব্ধি করা বড়ই কঠিন।গত বছরে দেখার সৌভাগ্য আমার হোয়েছিল।তার ভিডিওটা সংযোজন করলাম, শুধু দূরে বসে বাংলাদেশের দুর্গোৎসবে সামিল হবার জন্য।

দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান কালের ঐতিহ্য ও সংস্কৃতি।ধর্মীয় উৎসবের পাশাপাশি দূর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরের খবর

Durgotsavসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল