অ্যাপশহর

ছোলার ডালে আঁকা দুর্গা

বাঁকুড়া শহরের জুনবেদিয়ায় স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের। আদি বাড়ি শহরেরই পাঠকপাড়ায়। যেখানে নিবাস ছিল বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজের। চতুর্থ শ্রেণি থেকেই শুরু হয় ইন্দ্রনীলের ছবি আঁকা।

EiSamay.Com 5 Oct 2019, 2:39 pm
এই সময় ডিজিটাব ডেস্ক: সৃষ্টিসুখের উল্লাসেই তিনি বুঁদ হয়ে থাকেন বারোমাস। শিল্পী মন সকাল-সন্ধ্যা ছুটে বেড়ায় নতুনের সন্ধানে। নাম তাঁর ইন্দ্রনীল। তবে এলাকায় ডাকনামেও পরিচিতি কম নয়। ‘প্যাটনদা’ বললেই এক ডাকে চেনা যায় শিল্পীকে। অতি ক্ষুদ্র চোখ ধাঁধানো তাঁর শিল্পকলা বিভিন্ন সময় ফুটে উঠেছে নানা জিনিসের উপর। এ বার শিল্পীর চমক অর্ধেক ছোলার ডালে দশভুজা।
EiSamay.Com D7


বাঁকুড়া শহরের জুনবেদিয়ায় স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের। আদি বাড়ি শহরেরই পাঠকপাড়ায়। যেখানে নিবাস ছিল বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজের। চতুর্থ শ্রেণি থেকেই শুরু হয় ইন্দ্রনীলের ছবি আঁকা। নিজের চেষ্টায় অল্প বয়সে আঁকাজোকায় হাত পাকিয়ে ফেলেন। নতুন কিছু করার ভাবনা নিয়ে হাত লাগান মাটি, বাঁশ ও কাঠে। মেতে ওঠেন একের পর এক শিল্পসৃষ্টিতে। চাল, ধান, পাথর, কড়ি থেকে শুরু করে পেনসিলের সিস, এমনকি সামান্য সুচের উপরও শিল্পকাজ করেছেন। সামান্য ছিদ্র করে বাঁশ, নারকেল, ভাঁড়, লাউয়ের উপর দুর্গার মূর্তি গড়ে চমক দিয়েছেন।

পরের খবর

Durgotsavসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল