অ্যাপশহর

সত্যজিৎ রায় শারদ সম্মান: সেরার সেরা মুকুন্দপুর সর্বজনীন

প্রতীক্ষার অবসান। সত্যজিৎ রায় শারদ সম্মানের সেরার সেরা খেতাজ জিতে নিল মুকুন্দপুর সর্বজনীন দুর্গোৎসব।

রজত কর্মকার | EiSamay.Com 1 Oct 2017, 10:43 am
রজত কর্মকার
EiSamay.Com mukundapur sarbajanin wins satyajit ray sharad samman 2017
সত্যজিৎ রায় শারদ সম্মান: সেরার সেরা মুকুন্দপুর সর্বজনীন


প্রতীক্ষার অবসান। সত্যজিৎ রায় শারদ সম্মানের সেরার সেরা খেতাজ জিতে নিল মুকুন্দপুর সর্বজনীন দুর্গোৎসব। মোট ৯টি বিভাগে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের ১৫টি পুজো এই শারদ সম্মান পেল। তবে সব বিভাগে টেক্কা দিয়ে সেরার সেরা খেতাব জিতল মুকুন্দপুর সর্বজনীন। এ বারে তাদের থিম ছিল প্রদীপ। গোটা মণ্ডপটি সাজানো হয়েছিল মাটির প্রদীপ দিয়ে।

সেরা প্রতিমা-র খেতাব জিতেছে চকগড়িয়া সম্মিলনী দুর্গোৎসব কমিটি। সেরা মণ্ডপ তৈরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে পূর্বালোক সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং যাদবপুর এমপ্লয়িজ হাউজিং সোসাইটি। আলোকসজ্জায় বাজিমাত করেছে পূর্বাশা সাংস্কৃতিক চক্র এবং নিউ গড়িয়া কো-অপারেটিভ দুর্গোৎসব। নীচে বিজয়ী কমিটিদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হল:

১) সেরার সেরা: মুকুন্দপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি

২) সেরা প্রতিমা: চকগড়িয়া সম্মিলনী দুর্গোৎসব কমিটি

৩) সেরা মণ্ডপ:
প্রথম- পূর্বালোক সর্বজনীন দুর্গোৎসব কমিটি
দ্বিতীয়- যাদবপুর এমপ্লয়িজ হাউজিং সোসাইটি

৪) সেরা আলোকসজ্জা:
প্রথম- পূর্বাশা সাংস্কৃতিক চক্র
দ্বিতীয়- নিউ গড়িয়া কো-অপারেটিভ দুর্গোৎসব

৫) সেরা পরিবেশ:
দীনেশনগর সর্বজনীন
উদিতা উৎসব কমিটি

৬) সেরা প্রচেষ্টা:
নয়াবাধ ২নং সর্বজনীন কমিটি
দাসপাড়া শতাব্দী পার্ক দুর্গোৎসব

৭) সেরা সৃজনশীলতা:
সত্যজিৎ কানন আবাসিক উন্নয়ন
ক্যালকাটা গ্রিন (ফেজ ওয়ান) দুর্গাপূজা

৮) সেরা সম্ভাবনা:
অহল্যানগর যমুনানগর সর্বজনীন
কমেন্টপার্ক আবাসিক বৃন্দ

৯) লোকশিল্পী সম্মান: ডিপিকে রেসিডেন্ট দুর্গাপূজা কমিটি
লেখকের সম্পর্কে জানুন
রজত কর্মকার

পরের খবর

Durgotsavসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল