অ্যাপশহর

নজর কাড়তে তৈরি হাজরা পার্ক, পুজোর অভিভাবক হলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

হাজরা পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি কোমর বেঁধে থিমের লড়াইয়ে এবার নজর কাটবেই আশা করছেন আয়োজকরা।

EiSamay.Com 27 Sep 2019, 5:43 pm
নজর কাড়তে তৈরি এবার হাজরা পার্ক, পুজো কমিটি এবার ৭৭ বছরে পদার্পন করেছে। এই পুজোর মূল অভিভাবক হলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যতম কর্মকর্তা হিসেবে থাকছেন সায়নদেব চট্টোপাধ্যায়। এছাড়াও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও নামজাদা একাধিক মানুষই এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন। হাজরা পার্ক কি আশপাশের অন্য দুই মন্ত্রীদের পুজোকে নতুন চমক দিতে পারবে ?
EiSamay.Com Hazra Park Puja
হাজরা পার্কের পুজো। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (ফাইল ফটো)


মূলত পুরোনো পাড়ার পুজোগুলোর মধ্যেই অন্যতম হাজরা পার্কের পুজো। নিয়মিত পুজো পুরস্কারে অনেকেই এগিয়ে গেলেও কলকাতার পুরোনো পরিচিত পুজোগুলোর মধ্যে অন্যতম হাজরা পার্ক। বরাবরই এই পুজোর কর্মকর্তারা ছিলেন আদি কংগ্রেসী ঘরানার। নিছকই পুজো শুধু নয়, সমাজ সেবাও করেন তাঁরা।

এলাকার ২ কিলোমিটারের মধ্যে ১০টি নামকরা পুজো দেখতে পাওয়া যায়। তবে হাজরা পার্কের পুজোর এবারের প্রস্তুতি অন্যরকম। বলা যায়, মাঝারি বাজেটের বড় উদ্যোগ। কলকাতায় পুজো দেখতে এসে একটু জিরিয়ে নিতে অনেকেই হাজরা পার্কে চলে আসেন, থাকে বিভিন্ন্য ধরনের অস্থায়ী খাবারের দোকানও।

গতবারের তুলনায় এবার পুজোয় ভিড় অনেক বেশি হবে বলেই আশা করছেন কর্মকর্তারা। কারণ এবার যে থিম পুজোর তোড়জোড় অন্য বারের তুলনায় অনেক বেশি। তাই নজর কাড়তে রাতদিন ধরে চলছে প্রস্তুতি।

এবারের প্ররিকল্পনা ও সামগ্রিক রূপায়ণে রয়েছেন শিল্পী তণ্ময় চক্রবর্তী, প্রতিমাশিল্পী অরুণ পাল এবং আলোকসজ্জা দীনেশ পোদ্দার।

পরের খবর

Durgotsavসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল