অ্যাপশহর

উত্সবের আবহে আপন হতে বাহির হয়ে পাশে থাকুন এদের...

ভারত এখনও নিরক্ষরতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সেই লড়াইয়ে এবার আপনিও সামিল হতে পারেন।

EiSamay.Com 15 Sep 2017, 4:52 pm
এই সময়: ইচ্ছেডানা মেলার সেই সুযোগটুকু এবারও এগিয়ে দিন ওদের দিকে। শিক্ষার অধিকার ওদেরও আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই অধিকার থেকে বহু শিশুই বঞ্চিত থেকে যায়। ভারত এখনও নিরক্ষরতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সেই লড়াইয়ে এবার আপনিও সামিল হতে পারেন।
EiSamay.Com  education for child labour
উত্সবের আবহে আপন হতে বাহির হয়ে পাশে থাকুন এদের...



এবার পুজোয় অবহেলিত এই সব শিশুদের দিকে এগিয়ে দিন আপনার ভরসার হাত। আর আপনাদের সঙ্গে এই শুভ উদ্যোগে রয়েছে এই সময়। গত বছরের মতো এবছরেও আপন হতে বাহির হয়ে উদ্যোগ হাত মিলিয়েছে CRY-এর সঙ্গে। রাজ্যের শিশু শ্রমিকদের এক নতুন ভবিষ্যত্‍ দেওয়াই আমাদের অঙ্গীকার। ফের যাতে স্কুল-ছুট হতে না হয়, এবং ছোট্ট হাতে তুলে দেওয়া যায় খাতা, বই, পেনসিল সেই স্বপ্ন নিয়ে পথ চলা শুরু। এই উদ্যোগে আমরা পাশে পেয়েছি বহু শুভাকাঙ্খীকে। আপন হতে বাহির হয়ে ক্যাম্পেনের মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ১০০০ শিশুকে আমরা পৌঁছে দিতে পেরেছি ক্লাসরুমে।




এবার পুজোতে আপনার অফুরান আনন্দ থেকে খানিকটা ভাগ করে নিন এই শিশুদের সঙ্গেও। যত বেশি মানুষ এই উদ্যোগে সামিল হবেন, তত তাড়াতাড়ি আমরা আরও বেশি শিশুর কাছে পৌঁছে যেতে পারব। এর জন্যে মাত্র ২৫০ টাকা দিলেই হবে। জমা হওয়া অর্থরাশি ব্যবহৃত হবে এই সব শিশুকে স্কুলে ভর্তি করতে এবং আগামীদিনে এদের নানা প্রয়োজন মেটাতে।

অর্থ সাহায্যের জন্যে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

https://www.cry.org/eisamay.php

পরের খবর

Durga pujaসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল