অ্যাপশহর

প্রথম খুনের প্রত্যক্ষদর্শীকেও হত্যা? কুলতলিতে উদ্ধার ২ মহিলার দেহ

প্রায় ১০০ মিটারের মধ্যে পর পর দুটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে। ঘটনাস্থলে পৌঁচেছে কুলতলি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে যে মহিলার দেহ পাওয়া গিয়েছে তাঁর নাম আবিদা খাতুন। শুক্রবার সকালে যাঁর মৃতদেহ পাওয়া যায় তাঁর নাম মুক্তারি খাতুন। তাঁর বাড়ি মথুরাপুর থানার ঘোড়াদল গ্রামে।

EiSamay.Com 24 Jan 2020, 7:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় একই জায়গা থেকে উদ্ধার হল দুই মহিলার ক্ষতবিক্ষত দেহ। কয়েকঘণ্টার ব্যবধানে ওই মহিলাদের খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। বৃহস্পতিবার রাতে কুলতলির মেরিগঞ্জ এলাকার ইটভাটার কাছে এক মহিলার দেহ দেখতে পাওয়া যায়। এর পর শুক্রবার সকালে ওই এলাকা থেকে প্রায় ১০০ মিটারের মধ্যে পিয়ালী নদীর কাছ থেকে আরএকজন মহিলার দেহ উদ্ধার হয়।
EiSamay.Com কুলতলিতে জোড়া দেহ উদ্ধার
কুলতলিতে জোড়া দেহ উদ্ধার


প্রায় ১০০ মিটারের মধ্যে পর পর দুটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে। ঘটনাস্থলে পৌঁচেছে কুলতলি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে যে মহিলার দেহ পাওয়া গিয়েছে তাঁর নাম আবিদা খাতুন। শুক্রবার সকালে যাঁর মৃতদেহ পাওয়া যায় তাঁর নাম মুক্তারি খাতুন। তাঁর বাড়ি মথুরাপুর থানার ঘোড়াদল গ্রামে।

আরও পড়ুন: শীতের বাতাসেও ইলিশের গন্ধ! অসময়ের স্বাদে মজেছে পদ্মাপার

কী কারণে দুই মহিলাকে খুন করা হল, কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত তার তদন্তে নেমেছে পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আবিদা খাতুনকে খুন যারা করেছিল তাদের দেখে ফেলে মুক্তারি। যার ফলে তাকেও খুন করা হয়েছে। নিহত ওই দুই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশের গ্রামগুলিতেও খোঁজ করা হচ্ছে। গতকাল রাতে নদীর ধারে কাউকে দেখা গিয়েছিল কিনা তারও খোঁজ করা হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

আরও পড়ুন: JNU: আদালতের রায়ে জয় ঐশীদের, সেমিস্টারে পুরনো ফি-ই বহাল

পরের খবর