অ্যাপশহর

চাকদায় ক্লাবের মধ্যে ঢুকে গুলি করে খুন, নিহত লটারির টিকিট বিক্রেতা

বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ক্লাবের মধ্যেই গুলি করে খুন এক লটারি টিকিট ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে চাকদহ থানা এলাকার গ্রাম পঞ্চায়েতের দরাপপুর এলাকাতে। মৃতের নাম অমর দাস।

EiSamay.Com 19 Jun 2020, 3:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বাড়ি থেকে কিছুটা দুরে ক্লাবের মধ্যে গুলি করে খুন হলেন এক লটারি টিকিট ব্যবসায়ী। নদিয়ার চাকদহের গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ৩টি গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মৃতের নাম অমর দাস (৩৩) ৷ তিনি পেশায় লটারি টিকিটের ব্যাবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে। অমর দাসের বাড়ি চাকদহ থানার গ্রাম পঞ্চায়েতের দরাপপুর এলাকাতেই। বছর খানেক ধরে লটারির ব্যবসা করছিলেন অমর দাস। পসারও ভালোই জমেছিল। এর পর বৃহস্পতিবার রাতে রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।
EiSamay.Com shootout in nadia
নদিয়ার চাকদহে গুলি


সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে নিহত ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। ওইদিনই তাঁর শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল৷ অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী ফোনে যোগাযোগ করেন। কিন্তু ফোন বেজে গেলেও তিনি ফোন তোলেনি। এরপর প্রতিবেশীদের মারফত তিনি খবর পান পাড়ারই ক্লাবের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্বামী। পুলিশ এসে তাঁর দেহ রক্তাক্ত দেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী লক্ষ্মী দাস জানিয়েছেন, লকডাউন চলাকালীন বাড়ির কাছে ওই ক্লাবে সময় কাটাতেন।দীর্ঘদিন ধরেই আতঙ্কের মধ্যে থাকতেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য ছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে, প্রতিবেশীদের অনুমান,ব্যবসায়িক কারণেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নিহও ওই লটারির টিকিট বিক্রেতার ব্যবসায়িক শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনও কিছু রয়েছে তার তদন্তে নেমেছে চাকদহ থানার পুলিশ। শুক্রবার সকাল থেকে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল। মোবাইলের টাওয়ার দেখে নিহত ব্যবসায়ীর গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ দিন ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছে চাকদহ থানার পুলিশ ও কল্যানীর এসডিপিও। এখনও পর্যন্ত ওই এলাকার দু'জনকে আটক করা হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ। পুরন কোনও বিবাদ রয়েছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এর আগে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর চাকদহের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে৷ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করে বলে জানা গিয়েছিল।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল