অ্যাপশহর

মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, অভিযুক্তরা অধরা

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল 'শাসক দল ঘনিষ্ঠ' দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদায় (Malda) রতুয়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী অভিযোগ নির্যাতিতার পরিবারের?

Lipi 20 Sep 2021, 11:26 pm

হাইলাইটস

  • ফের লালসার শিকার হল নাবালিকা।
  • নির্যাতিতা ওই নাবালিকা রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামের একটি স্কুলের ছাত্রী।
  • অভিযোগ দায়েরের পর চারদিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা এখনও অধরা।
EiSamay.Com school girl assaulted
প্রতীকী ছবি। সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের লালসার শিকার হল নাবালিকা। এবার মালদার রতুয়া থানা এলাকায় এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল অভিযোগ তিন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর পাঁচদিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। অভিযুক্তরা শাসকদলের ঘনিষ্ঠ হওয়ার জন্যই পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই নাবালিকা রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামের একটি স্কুলের ছাত্রী। পার্শ্ববর্তী বালুপুর গ্রামের বাসিন্দা রহিমুল হক ও তার দুই সহযোগী মিলে নাবালিকাটিকে মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক ৩ অভিযুক্ত।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন পাঁচেক আগে সকালে মাকাইয়া গ্রামের স্কুল ছাত্রীটি একাকী টিউশনি পড়তে যাচ্ছিল। সেই সময়ই রহিমুল হক জোরপূর্বক ওই নাবালিকাকে গাড়িতে তুলে নেয়। এরপর তাকে মাদক খাইয়ে অচৈতন্য করে রহিমুল এবং তার দুই সহযোগী মিলে ওই নাবালিকাকে সারাদিন ধর্ষণ করে। এরপর তারা নাবালিকাটিকে গ্রামের একপ্রান্তে ফেলে রেখে চলে যায়। পরে নাবালিকাটির জ্ঞান ফিরলে সে কোনরকমে বাড়িতে আসে। তারপর কিছুটা সুস্থ হয়ে মা-কে সমস্ত ঘটনা জানায়। ঘটনার পরদিনই নাবালিকার পরিবারের সদস্যরা রতুয়া থানায় গিয়ে রহিমুল হক সহ তার দুই সঙ্গীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
নাতনিকে খুন দাদু-ঠাকুমার! কবর থেকে দেহ তুলে তদন্ত পুলিশের
কিন্তু, অভিযোগ দায়েরের পর চারদিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা এখনও অধরা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, মূল অভিযুক্ত শাসকদলের ঘনিষ্ঠ। সেজন্যই পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। এদিকে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, ‘অভিযুক্তরা যেহেতু রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ সেজন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। তবে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, কে কী করেছে তার দায় তৃণমূল নেবে না। এই ধরনের ঘটনা কেউ ঘটিয়া থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে প্রশাসন ও পুলিশ নেয় তা দেখবে দল।’ঘটনার পর থেকেই অভিযুক্তরা বেপাত্তা বলে দাবি পুলিশের। তবে মালদার SP অলোক রাজোরিয়া সোমবার বলেন, ‘দোষী যে-ই হোক না কেন, তার সন্ধান করা হচ্ছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল