অ্যাপশহর

৭ মাসের শিশুকে গরম ইস্ত্রির ছ্যাঁকা! অভিযুক্ত তান্ত্রিক

সাত মাসের শিশুর জ্বর সারাতে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিল তান্ত্রিক। ঘটনার জেরে আরও অসুস্থ বোধ করে সদ্যোজাত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। রাজস্থানের ভিলওয়ারায় চাঞ্চল্য।

EiSamay.Com 18 Oct 2021, 3:47 am

হাইলাইটস

  • ইস্ত্রির ছ্যাঁকা দিয়েই সাত মাসের শিশুর জ্বর সারানোর চেষ্টা!
  • নৃশংস ওই টোটকা অবলম্বন করায় আরও অসুস্থ হয়ে পড়ে সদ্যোজাত।
  • ঘটনাটি রাজস্থানের ভিলওয়ারা গ্রামের।
EiSamay.Com Representative Image
প্রতীকী ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: ইস্ত্রির ছ্যাঁকা দিয়েই সাত মাসের শিশুর জ্বর সারানোর চেষ্টা! নৃশংস ওই টোটকা অবলম্বন করায় আরও অসুস্থ হয়ে পড়ে সদ্যোজাত। ঘটনাটি রাজস্থানের ভিলওয়ারা গ্রামের। গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। বিষয়টি নিয়ে থানাতেও অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই ওই তান্ত্রিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শম্ভু এবং তাঁর স্ত্রীর বয়ানও রেকর্ড করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের নিমাচ এলাকার বাসিন্দা শম্ভু ভিল। কর্মসূত্রে পরিবার সহ ভিলওয়ারার দাদাবাড়ি কলোনিতে বসবাস করেন তিনি। শম্ভু এবং তাঁর স্ত্রী দু’জনেই শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁদের সাত মাসের পুত্র সন্তান বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি কিছুতেই সুস্থ হচ্ছিল না। চিকিৎসকের পরামর্শে নিয়ে তাকে যাবতীয় ওষুধ খাওয়াচ্ছিলেন শম্ভুর স্ত্রী। তবু একরত্তির জ্বর কিছুতেই কমছিল না। ভীষণ সর্দিকাশিতেও ভুগছিল সন্তান। করোনা আবহে বিষয়টি নিয়ে বেশ চিন্তায় পড়েছিলেন শম্ভু ও তাঁর স্ত্রী।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার শম্ভুর স্ত্রী এক পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই তাঁর সন্তানের জ্বর নিয়ে আলোচনা করার সময়, কয়েকজন শিশুটিকে স্থানীয় তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই হাসপাতাল থেকে শিশুটিকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপরেই চিকিৎসার নামে সদ্যোজাতকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেয় ওই তান্ত্রিক। যার জেরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর মহাত্মা গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাচ্চাটিকে। এদিকে অভিযুক্ত তান্ত্রিক এই মুহূর্তে পলাতক। তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সতর্ক করা হয়েছে আশেপাশের থানাগুলিকেও।

ঝাড়ফুঁকের নামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ওঝা
কিছুদিন আগেই একই ধরনেরই আরও একটি ঘটনা ঘটেছিল গুজরাটের দ্বারকা জেলায়। স্থানীয় এক ওঝা ঝাঁড়ফুকের নামে গরম লোহার বেল্ট দিয়ে ২৫ বছরের এক তরুণীকে মারধর করে বলেই অভিযোগ। যার জেরে তরুণীর মৃত্যু হয়। মৃতের নাম রামিলা সোলাঙ্কি। জানা গিয়েছে, গত বুধবার তরুণী নিজের স্বামী ভালার সঙ্গে ওখামাধি গ্রামের নবরাত্রির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়ে আচমকা তিনি কাঁপতে আরম্ভ করেন। সকলের ধারণা হয়, রুষ্ট দেবী তাঁর উপর ভর করেছেন। সেই কারণেই তাঁকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল