অ্যাপশহর

শান্তিপুরে থেকে উদ্ধার জোড়া মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য

শান্তিপুর থেকে উদ্ধার হল ২ যুবকের রক্তাক্ত দেহ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ। ওই মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ইতিমধ্যেই। বিশদ জানতে ক্লিক করুন...

Lipi 25 Mar 2021, 5:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটের আগে নদিয়ার শান্তিপুর এলাকা থেকে উদ্ধার হল জোড়া মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম প্রতাপ বর্মন (২৫) এবং দীপঙ্কর বিশ্বাস (৩৫)। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ওই দুই যুবক বাড়ি থেকে একসঙ্গে বেরিয়েছিল। বুধবার সকালবেলা নদিয়ার শান্তিপুর থানার মেথিডাঙ্গা কলাবাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দু'জনকে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট মহাকুমা হাসপাতালে।
EiSamay.Com Shantipur Death
নিজস্ব ছবি।


মৃত ওই দুই যুবকের পরিবারের দাবি তাঁদের খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন রানাঘাটের BJP সাংসদ তথা শান্তিপুরের BIP প্রার্থী জগন্নাথ সরকার। তিনি দাবি করেন, ওই দুই মৃত যুবক তাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু পরিবারের তরফ থেকে সাফ জানানো হয়েছে, মৃতরা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। বরং পেশায় দিনমজুর ছিলেন তাঁরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রোমোটারের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বেহালায়
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। স্বাভাবিকভাবেই ভোটের কয়েকদিন আগে দুই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত গোটা শান্তিপুর।

মদ খাইয়ে গঙ্গার পাড়ে বাবাকে জ্যান্ত জ্বালিয়ে দিল মেয়ে!
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল