অ্যাপশহর

ভিনজাতে বিয়ে, অন্তঃস্বত্ত্বা দিদিকে গুলি করে খুন

ভিনজাতে বিয়ে করেছিলেন তিনি, এই ‘অপরাধে’ ২১ বছরের অন্তঃস্বত্ত্বা দিদিকে মাথায় গুলি করে খুন করল ১৭ বছরের ভাই। ঘটনাটি ইন্দোরের বেতমা গ্রামের। শনিবারের এই ঘটনায় অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

EiSamay.Com 24 Jun 2019, 3:04 pm
এই সময় ক্রাইম ডেস্ক: ভিনজাতে বিয়ে করেছিলেন তিনি, এই ‘অপরাধে’ ২১ বছরের অন্তঃস্বত্ত্বা দিদিকে মাথায় গুলি করে খুন করল ১৭ বছরের ভাই। ঘটনাটি ইন্দোরের বেতমা গ্রামের। শনিবারের এই ঘটনায় অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের দাবি, বাড়ির অমতে দিদির এই বিয়ের সিদ্ধান্তের জন্য নিজেদের সম্প্রদায় থেকে বিভিন্ন কটূক্তি শুনতে হচ্ছিল তাদের, তাই এই পদক্ষেপ!
EiSamay.Com Madhya Pradesh honour killing: Pregnant woman shot dead by teenage brothers in Indore
প্রতীকী ছবি।


পুলিশ সূত্রে খবর, প্রায় ১১ মাস আগে পিথামপুরের একটি শিল্পাঞ্চলে কাজ করতে গিয়ে ২১ বছরের তরুণীর সঙ্গে ভিনজাতের ছেলেটির আলাপ। তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিলে মেয়েটির পরিবার থেকে আপত্তি ওঠে। শেষ অবধি পালিয়ে গিয়ে, গত ২৩ অগস্ট বাড়ির অমতে বিয়ে করেন তাঁরা। নিহতের স্বামীর কথায়, ‘আমার স্ত্রীর বাবা-মা জোর করে মেয়েকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। মাস চারেক তাঁকে নিজেদের কাছে রেখেও দেন। স্ত্রীকে ফিরে পেতে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হই। আমার বাড়িতে ফিরে আসার পর থেকে আমার স্ত্রীর ভাই ওকে খুন করার হুমকি দিত, কিন্তু আমরা কখনও বিষয়টিকে গুরুত্ব দিইনি।’

শনিবার ওই যুবক এক কাকার বাড়ি গিয়েছিলেন। সুযোগ বুঝে মেয়েটির ভাই পিস্তল হাতে বাড়িতে ঢুকে পড়ে। যুবকের অভিযোগ, তাঁদের দুই প্রতিবেশী এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তারাই যুবকটির বাড়ি না থাকার খবর মেয়েটির ভাইকে দিয়েছিল। অন্তঃস্বত্ত্বা তরুণী ঘরে বসে শাশুড়ির সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় নাবালক ভাই জোর করে বাড়িতে ঢুকে দিদির মাথা লক্ষ করে গুলি করে। গুলির আওয়াজ পেয়ে তরুণীর ভাসুর দৌড়ে এলেও অভিযুক্তকে ধরতে পারেননি। গুলিবিদ্ধ তরুণীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ইন্দোরের হাসপাতালে স্থানান্তরিত করা হলেও তাঁকে বাঁচানো যায়নি।

মেয়েটির শ্বশুরবাড়ির অভিযোগের ভিত্তিতে তরুণীর ভাইকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত দুই প্রতিবেশীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের দাবি, দিদির ভিনজাতে বিয়ের কারণে তাদের পরিবারকে সম্প্রদায়ের প্রচুর কটূক্তি সহ্য করতে হচ্ছিল। হতাশ হয়েই এই পদক্ষেপ করেছে সে।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল