অ্যাপশহর

আবার পাকড়াও সেই ‘সিরিয়াল মলেস্টার’

বাইকের পিছনে থাকা জলের জেরিক্যানের সূত্র ধরে আগে এক বার ধরা পড়েছিল ‘সিরিয়াল মলেস্টার’। জেলও খাটে। তাতেও শুধরোয়নি সে। জেল থেকে বেরিয়ে ফের শহরের দু’জায়গায় একই কায়দায় বাইকে চড়ে সে দুই তরুণীর শ্লীলতাহানি করে।

EiSamay.Com 15 Nov 2019, 9:03 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বাইকের পিছনে থাকা জলের জেরিক্যানের সূত্র ধরে আগে এক বার ধরা পড়েছিল ‘সিরিয়াল মলেস্টার’। জেলও খাটে। তাতেও শুধরোয়নি সে। জেল থেকে বেরিয়ে ফের শহরের দু’জায়গায় একই কায়দায় বাইকে চড়ে সে দুই তরুণীর শ্লীলতাহানি করে। আবার ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে অভিযুক্ত নিছক অপরাধী নাকি সে মনোবিকারের শিকার--তা নিয়ে ধন্দে তদন্তকারীরা, মনোরোগ বিশেষজ্ঞরাও।
EiSamay.Com Kolkata: Serial molester arrested again
ধৃত মলেস্টার।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর লেক থানা এলাকায় এক তরুণী হেঁটে যাওয়ার সময়ে পিছন থেকে মোটরবাইকে এক যুবক হঠাৎ তাঁর গায়ে হাত দেয়। মহিলা কিছু বুঝে ওঠার আগেই তাঁর শ্লীলতাহানি করে চম্পট দেয় অভিযুক্ত। এর দিন দু’য়েক বাদে দুপুরে যাদবপুর থানা এলাকায় এক মহিলা তাঁর সন্তানকে স্কুল থেকে নিয়ে আসার সময় ফের একই ভাবে শ্লীলতাহানির শিকার হন। তাঁর চিৎকারে লোকজন ছুটে আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায়। পর-পর এই দু’টি ঘটনায় তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত ছিলেন, পুরোনো অভিযুক্তই নতুন করে এই কাণ্ড ঘটাচ্ছে। ফের গ্রেপ্তার করা হয় বিকাশ গুপ্তা নামে অভিযুক্ত যুবককে। তার বাড়ির লোকজনকে ডেকে পুলিশ চিকিৎসকের সঙ্গে কথা বলারও পরামর্শ দিয়েছে। আপাতত জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত।

অভিযুক্ত কি সত্যিই মানসিক রোগী? বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রাম বলেন, ‘ওই যুবকের যদি আর কোনও মানসিক সমস্যা না-থেকে থাকে, তা হলে তাকে মনোরোগী বলে সহানুভূতি দেখানোর কোনও মানে হয় না। সে নির্ভেজাল দুষ্ট চরিত্রের মানুষ বলেই মনে হয়।’ আর এক মনোরোগ বিশেষজ্ঞ রাজর্ষি নিয়োগী বলেন, ‘এই ধরনের যে সব কেস আমাদের কাছে আসে, তাতে দু’ধরনের ব্যাপার আছে। যাদের মধ্যে একই ধরনের বিকৃতির পুনরাবৃত্তি হয়, তাদের অনেকের মধ্যে অ্যান্টি-সোশ্যাল ডিজঅর্ডার থাকে। তবে অনেকের মধ্যে সেটা থাকেও না। যাই হোক না-কেন, এই ধরনের ঘটনা যারা ঘটায়, তাদের মধ্যে যে মনোবিকার আছে, তাতে সন্দেহ নেই।’

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল