অ্যাপশহর

স্ত্রীকে খুন করে বাড়িতে পুঁতে বসবাস স্বামীর!

তবে কী কারণে আলি স্ত্রীকে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক কারণ নাকি অন্য কোনও কারণে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চাঁচল থানার পুলিশ আধিকারিক...

Lipi 14 Jul 2021, 7:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : কালিয়াচক কাণ্ডের পুনরাবৃত্তি এবার চাঁচলে!ঠান্ডা মাথায়, পরিকল্পনা করে স্ত্রীকে খুন করে বাড়ির পিছনে মাটিতে পুঁতে দেয় স্বামী। তারপর এক সপ্তাহ ধরে ওই বাড়িতে থেকেই রান্না, খাওয়া-দাওয়া করছিল। সকলের সন্দেহ এড়াতে স্ত্রীকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরিও করে। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী।
EiSamay.Com murder 22


মালদহের চাঁচল থানার স্বরূপগঞ্জে মঙ্গলবার বিকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানায়, নিহত ওই গৃহবধূর নাম কালো বিবি (৩২)। স্বরূপগঞ্জের বাসিন্দা কালো বিবিকে খুন করার অভিযোগে তাঁর স্বামী মহম্মদ আলিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর অপরাধের কথা স্বীকার করেছে মহম্মদ আলি। তবে এই ঘটনায় আরও ৩ জন জড়িত রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে চাঁচল থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত এক সপ্তাহ ধরে নিখোঁজ কালো বিবি। তার স্বামী মহম্মদ আলি সকলকে জানায়, তার স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছে। থানায় ডায়েরিও করে। ফলে প্রতিবেশীরাও তার কথা বিশ্বাস করেছিল। কিন্তু এদিন বিকেলে তার বাড়ির পিছন থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। তখন সন্দেহবশত কয়েকজন প্রতিবেশী দুর্গন্ধের কারণ খুঁজতে আলির বাড়ির পিছনে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, একটি গর্তের মধ্যে একটি মৃতদেহ পড়ে রয়েছে। এরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। সন্ধ্যা হয়ে যাওয়ায় পুলিশ অবশ্য এদিন গর্ত খুঁড়ে দেহটি তুলতে পারেনি। তবে দেহটি কালো বিবির বলেই দাবি এলাকাবাসীর। এরপর পুলিশ মহম্মদ আলিকে জেরা শুরু করলে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেয় সে। তবে একাজ সে একা করেনি। স্ত্রীকে খুন করে গর্তে দেহ ফেলে দেওয়ার কাজে তার তিন সঙ্গী সাহায্য করেছে বলে পুলিশি জেরায় জানিয়েছে আলি। এরপরই আলিকে গ্রেফতার করে পুলিশ। তবে রাত পর্যন্ত তার তিন সঙ্গীর হদিশ মেলেনি। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। তবে কী কারণে আলি স্ত্রীকে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক কারণ নাকি অন্য কোনও কারণে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চাঁচল থানার পুলিশ আধিকারিক। উল্লেখ্য, গত মাসেই কালিয়াচকে তার পরিবারের চার সদস্যকে খুন করার ঘটনায় তোলপাড় হয়ে ওঠে রাজ্য। মাত্র ১৯ বছরের আসিফ মহম্মদ কীভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে পরিবারের সকলকে খুন করল তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার চাঁচলে স্ত্রীকে স্বামীর খুন করার ঘটনাতেও কালিয়াচকের ছায়া দেখছেন তদন্তকারীরা।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল