অ্যাপশহর

বাঘাযতীনের ফ্ল্যাটে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ

দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকা থেকে উদ্ধার হল এক যুবতীর ঝুলন্ত দেহ। বাবা মা আত্মীয়ের বাড়িতে। আর এরই মধ্যে ঘটে গেল দুর্ঘটনাটি। তদন্তে ঠিক কী উঠে এল? পড়ুন...

Ei Samay 14 Mar 2021, 8:27 am
এই সময়: শনিবার সকালে বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনিতে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম শ্বেতা বড়ুয়া (২৬)। এ দিন সকালে ফ্ল্যাটের দরজা ভেঙে ওই তরুণীর ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। ওই তল্লাট যাদবপুর থানা এলাকার অন্তর্গত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বেতা আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থল থেকে অবশ্য কোনও সুইসাইড নোট মেলেনি। তবে কী কারণে এমন ঘটনা, সেটা তদন্তকারীদের কাছে এখনও স্পষ্ট নয়।
EiSamay.Com Representative Picture
প্রতীকী ছবি।


পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে চিত্তরঞ্জন কলোনির এক বাসিন্দা যাদবপুর থানায় ফোন করে জানান, পাড়ার একটি ফ্ল্যাটের দরজা বেশ কিছু দিন যাবৎ বন্ধ। ডাকাডাকি করেও কারও সাড়া মিলছে না। এর পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজা ভাঙতে দেখা যায়, সিলিং ফ্যান থেকে গলায় ওড়নার ফাঁস পেঁচানো ওই তরুণীর দেহ ঝুলছে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা শ্বেতাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমকি ভাবে পুলিশের ধারণা, শুক্রবার রাতে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন।

শহরে হোটেল থেকে অসমের যুবকের দেহ উদ্ধার
তদন্তে জানা গিয়েছে, লিটন নামে এক যুবকের সঙ্গে বছর দুয়েক আগে শ্বেতার বিয়ে হয়েছিল। লিটন আদতে বাংলাদেশের নাগরিক। বর্তমানে তিনি মার্কিন মুলুকের বাসিন্দা। তবে বেশ কিছু দিন ধরে মা-বাবার সঙ্গে বাঘাযতীনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন শ্বেতা। তাঁর মা-বাবা কিছু দিন আগে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু হয়েছে। শ্বেতার সঙ্গে স্বামীর সম্পর্ক কেমন ছিল, অন্য কোনও সমস্যায় তিনি ভুগছিলেন কি না, সেটা তাঁর মা-বাবা ও বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন।

সমাবর্তনের দিনই পড়ে মৃত চিকিৎসক
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Crimeসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল